কালীপুজো ও লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত কখন? জেনে নিন

কালীপুজো ও লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত কখন? জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুহূর্ত

কালীপুজো ও লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত কখন? জেনে নিন  রাত পোহালেই কালীপুজো। দীপাবলি মানেই আলোর উৎসব, তাতে মাতোয়ারা দেশ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। অবাঙালিদের কাছে এটি পরিচিত দিওয়ালি নামে।

 

এক নজরে দেখে নিন কালীপুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার নির্ঘণ্ট-

 

পঞ্জিকা মতে কালীপুজো ৪ নভেম্বর। বৃহস্পতিবার দীপান্বিতা অমাবস্যা হওয়ায় বহু বাড়িতে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনাও হবে। অমাবস্যা তিথি ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত।

 

আর ও পড়ুন    অবশেষে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

দীপান্বিতা  লক্ষ্মীপুজোর সময় সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত। অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত।

 

উল্লেখ্য, কালীপুজো ও লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত কখন? জেনে নিন  রাত পোহালেই কালীপুজো। দীপাবলি মানেই আলোর উৎসব, তাতে মাতোয়ারা দেশ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। অবাঙালিদের কাছে এটি পরিচিত দিওয়ালি নামে।

 

পঞ্জিকা মতে কালীপুজো ৪ নভেম্বর। বৃহস্পতিবার দীপান্বিতা অমাবস্যা হওয়ায় বহু বাড়িতে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনাও হবে। অমাবস্যা তিথি ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত। দীপান্বিতা  লক্ষ্মীপুজোর সময় সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত। অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত।

 

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। অবাঙালিদের কাছে এটি পরিচিত দিওয়ালি নামে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top