কালী পূজা উপলক্ষে নোয়াপাড়া থানার নাগরিক সচেতনতার বার্তা

কালী পূজা উপলক্ষে নোয়াপাড়া থানার নাগরিক সচেতনতার বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কালী পূজা উপলক্ষে নোয়াপাড়া থানার নাগরিক সচেতনতার বার্তা। উৎসবমুখর এই দিনগুলোতে সম্প্রীতির বার্তা ও দীপাবলি,কালীপুজোর আলোকোজ্জ্বল দিন গুলিকে সুন্দর ও সার্থক করে তুলতে নাগরিক সুরক্ষার স্বার্থে মাইকিং ও প্রচার পুস্তিকার মধ্য দিয়ে বিশেষ প্রচারাভিযানের কর্মসূচি পালন করে চলেছেন নোয়াপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় 30 কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করেছেন। থানা অঞ্চলের সমস্ত পূজামণ্ডপগুলোতে ডিজে ব্যবহার না করার জন্য অনুরোধ রাখা হয়েছে। যদি দেখা যায় কোন পুজো মণ্ডপে ডিজে ব্যবহার হচ্ছে ,তৎক্ষণাৎ সেই শব্দ যন্ত্রটিকে বাজেয়াপ্ত করে পুজো মণ্ডপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান।

 

এছাড়াও সুরক্ষার স্বার্থে থানা অঞ্চলের প্রতিটি বহুতলের বাসিন্দাদের কাছে আবেদন রাখা হয়েছে, কমপ্লেক্স এর ভেতর কোনোভাবেই নিষিদ্ধ আতশবাজি ব্যবহার না করার জন্য।এছাড়াও বহুতলের ছাদের থেকে কোন শব্দ বাজি নিক্ষেপ না করা হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবার জন্য বহুতল নাগরিকদের কাছে বিশেষ বার্তা রাখা হয়েছে। নাগরিক সুরক্ষার স্বার্থে গঙ্গাবক্ষে জোয়ার ভাটার সময় বিশেষ নজরদারি চালাবার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বোটের ব্যবস্থা রাখা হয়েছে।

 

সর্বতোভাবে নাগরিকদের কাছে একটি বার্তা তারা তুলে ধরছেন উৎসবের এই দিনগুলিতে সবার জীবনে নেমে আসুক সুখ ও সমৃদ্ধি। আলোয় আলোয় নিজের বাড়ি ও এলাকা সাজিয়ে দীপাবলি উদযাপন করুন। পুজো ও নিরঞ্জনে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলুন। কালী পূজা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top