নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৯ মার্চ, লকডাউন-এর জেরে সমস্ত দোকানপাট বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকানপাট খোলা এবং এই অত্যাবশ্যকীয় দ্রব্য বা মুদিখানার দ্রব্য কোথাও কালোবাজারি হচ্ছে কিনা, মজুতদারেরা জিনিসপত্র নিজেদের গোডাউনে মজুত করে বাজারে কৃত্রিম টান তৈরি করছেন কিনা সেই দিকে নজর দিতেই গোডাউন গুলোতে হানা বীরভূম পুলিশ প্রশাসনের। আজ সিউড়ি সহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, ডিএসপি আইন-শৃঙ্খলা অভিষেক মন্ডল, ডিএসপি ডি ই বির নেতৃত্বে পুলিশ মজুতদারদের গোডাউনে হানা দেয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পালের বক্তব্য আজ গোটা বীরভূম জেলা জুড়ে এরকম মজুদদারদের গোডাউনে হানা দিচ্ছে পুলিশ-প্রশাসন, কেউ কোন জিনিসপত্র মজুত করে বাজারে কৃত্রিম টান আনছে কিনা সেটাই খতিয়ে দেখতে আজকে এই কর্মসূচি। গোটা জেলা জুড়েই এখন চলবে এই কর্মসূচি।