বিনোদন – বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তাঁর বোল্ড লুক দিয়ে। চলতি বছরেই খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হলেও, খুব বেশি দিন জেলে থাকতে হয়নি তাঁকে। স্বাভাবিক জীবনে ফিরে কিছুটা সময় নিলেও এখন ফের আগের ছন্দে নুসরত। বরাবরের মতোই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নায়িকা এবার কালো ব্রালেট ও ছোট র্যাপার স্কার্টে শেয়ার করেছেন একাধিক ছবি। খোলা চুল, মানানসই মেকআপ ও মেদহীন শরীর নেটিজেনদের চোখ আটকে রেখেছে।
ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, “তোমার চোখের জন্য অতিরিক্ত? তাহলে স্ক্রল করো ডার্লিং।” মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়। কমেন্ট বক্স ভরে ওঠে নায়িকার সৌন্দর্য ও বোল্ডনেসের প্রশংসায়। এর আগেও তাঁর সাহসী ছবিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। শুধু বাংলাদেশ নয়, টলিউডেও সমান জনপ্রিয় নুসরত। জিৎ ও অঙ্কুশের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ভাটারা থানায় দায়ের হওয়া একটি মামলার জেরে এই পদক্ষেপ নেয় পুলিশ। তবে অল্পদিনের মধ্যেই মুক্তি পান নায়িকা। ২০১৫ সালে চলচ্চিত্র জগতে পা রাখা নুসরতের ঝুলিতে রয়েছে ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো হিট ছবি। এছাড়া বঙ্গবন্ধুর জীবনীচিত্র ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
