বিনোদন – গ্ল্যামার দুনিয়ায় তারকাদের বোল্ড ও সাহসী ছবি দেখা নতুন কিছু নয়। আর ভ্যাকেশনে গেলে তা আরও নজর কেড়ে নেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা মণ্ডলের সুইমসুট ছবি। কালো মনোকিনিতে তিনি পুলের জলে ভেসে যাচ্ছেন, আবার কখনও সূর্যের আলোয় আবার কখনও গাছের ছায়ায় বসে রয়েছেন। তাঁর ভেজা শরীর সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।
অর্পিতা মণ্ডল টেলিভিশনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। কখনও নেগেটিভ, কখনও ইতিবাচক। তাঁর জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে ‘ফুলকি’, ‘রিমলি’ এবং ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অর্পিতা সাহসী ও বোল্ড অবতারে নজর কাড়েন। ছোট পর্দার এই তারকা নিজের স্টাইল এবং সাহসী ছবির জন্য পরিচিত।
গত বছর তিনি বিয়ে করেছেন ছোটপর্দার পরিচিত মুখ স্বর্ণদীপ্তকে। প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সম্প্রতি বিয়ের প্রথম জন্মদিন উদযাপন করেছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে-অপরকে আদর করে ‘মাম্মা’ বলে ডাকেন। অনস্ক্রিন ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করা এই জুটি তাদের প্রেম ও আনন্দ মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনে।
বর্তমানে অর্পিতা ও স্বর্ণদীপ্ত ভ্যাকেশনে রয়েছেন। সেই ভ্রমণে অর্পিতাকে একের পর এক সাহসী ও বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। ফ্যানরা তাঁর এই সাহসী ছবির প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নেটপাড়া রীতিমতো গরম হয়ে উঠেছে।




















