৫জুলাই ২০২১: এই যুগেও গায়ের রং কালো হওয়ার জন্য নোংরা ট্রোলের স্বীকার হতে হচ্ছে। তাও আবার সাধারণ কোনো মেয়েকে নয়, একেবারে বাংলা ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতিকে শীকার হতে হয়েছে এই নোংরা ট্রোলের।

টলিউডের জনপ্রিয় মুখ শ্রুতি দাস সম্প্রতি এই অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন। লালবাজারের জয়েন্ট সিপি মুরলীধর শর্মা জানান, তথ্যপ্রযুক্তি আইনে তাঁরা এই অভিযোগ নিয়েছেন।প্রসঙ্গত, বাংলা ধারাবাহিকে অত্যন্ত পরিচিত মুখ শ্রুতি দাস। যদিও শ্রুতি নামের থেকে ‘নোয়া’ নামেই বেশি জনপ্রিয় ‘দেশের মাটি’ ধারাবাহিকের এই কৃষ্ণকলি। এর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শ্রুতিকে।গায়ের রং কালো হওয়ার কারণেই প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কুৎসিত, কুরুচিকর বাক্যবাণে জর্জরিত হতে হয় তাঁকে।২৩ বছর বয়সী শ্রুতি পুলিশকে জানিয়েছেন, ২০১৯ সাল থেকে তিনি এই ধরনের ঘৃণার শিকার হচ্ছেন। নোংরা ভাষায় তাঁকে আক্রমণ করছেন নেটিজেনরা। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষকে অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করার কথা বলা হয়েছে। যদি প্রমাণ হয়, লাগাতার অভিনেত্রী হেনস্তা করা হয়েছে, গুরুতর ব্যবস্থা নেওয়া হবে।