৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলের জেরে কাশ্মীরে বাতিল একাধিক বলিউড এবং দক্ষিণী ছবির শুটিং। কারণ, ঝুঁকি নিয়ে উপত্যকায় শুটিং করতে নারাজ সকলেই। তাই অগত্যা ৩৭০ ধারা বাতিলের পর তড়িঘড়ি শিডিউল বদলাতে হয়েছে বলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতাদের। তবে, ‘কাশ্মীরে ফের ছবির শুটিং হবে’,
বৃহস্পতিবারের ভাষণে এমনটাই বলেন মোদি। পাশাপাশি তিনি দেশের সব ভাষাভাষির চিত্রনির্মাতাদের আহ্বান জানিয়েছেন নিশ্চিন্তে কাশ্মীরকে শুটিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়ার।পাশাপাশি, তাঁর আহ্বান, আরও বেশি করে কাশ্মীরে শুটিং করুক আঞ্চলিক চলচ্চিত্র জগতের প্রযোজক, পরিচালকরা৷