দিল্লি : লোকসভায় পেশ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল৷ তুমুল হট্টগোলের মধ্যে ঐতিহাসিক বিলটি সংসদে পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ যদিও বিলটির পাস হওয়া নিয়মরক্ষা মাত্র, যথারীতি বিলটির বিরোধিতা নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরি৷তবে রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরেই গলা মেলালেন বহরমপুরের সাংসদ৷
এদিন, সেই সংক্রান্ত জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল লোকসভায় পেশ করেন শাহ৷ তারপরই সুর চড়ান অধীর৷ কাশ্মীরকে বিভক্ত করার বিরোধিতা করেন তিনি৷ পাকিস্তানের সুরেই সুর মিলিয়ে কংগ্রেস সংসদীয় দলনেতা কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার পক্ষে সওয়াল করেন৷ অমিত শাহকে তোপ দেগে অধীর বলেন, “আপনি বলছেন কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ বিষয়৷ কিন্তু ১৯৪৮ থেকেই কাশ্মীর সমস্যা মনিটর করছে রাষ্ট্রসংঘ৷ তাহলে বিষয়টি কীভাবে অভ্যন্তরীণ হয়?
অধীরের তোপের পালটা অমিত শাহ সাফ জানান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ সেখানে সংবিধান মেনে কোনও আইন বলবৎ করতে কারও প্রয়োজন নেওয়ার প্রশ্নই নেই৷ শুধু তাই নয়, বিরোধীদের প্রশ্নের জবাবে শাহ জানান, পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিন ভারতেরই অঙ্গ৷ ফলে স্বাভাবিকভাবেই সেখানেও এই সিদ্ধান্ত কার্যকরী হবে৷