ক্রিকেট থেকে বিরতি নিয়ে নিজের অন্য এক ভালবাসায় মনোযোগী হবেন। এমনই পরিকল্পনা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে তাঁকে প্রশিক্ষণের অনুমতি দিয়ে দিলেন খোদ সেনাপ্রধান বিপিন রাওয়াত।
বিশ্বকাপের পর ঝাড়খণ্ডে ফিরেই তিনি ঠিক করেন আগামী দু’মাস সেনা ছাউনিতেই কাটাবেন। সেই মতোই প্রশিক্ষণের জন্য অনুমতি চেয়েছিলেন সেনাপ্রধানের কাছে। রবিবারই সবুজ সংকেত পেয়ে যান তিনি। টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়ানের সাম্মানিক লেফটেন্যান্ট কর্ণেল ধোনিকে জানিয়ে দেওয়া হয় দুমাস প্যারাশুট রেজিমেন্ট ব্যাটিলিয়ানে প্রশিক্ষণ চলবে তাঁর। কাশ্মীর উপত্যকায় কঠোর ট্রেনিং করবেন মাহি। এই বয়সেও তাঁর ফিটনেস দেখে অবাক হয় দুনিয়া। তাই তো প্রশিক্ষণের জন্য তৈরি তিনি। অবসরের প্রসঙ্গ দূরে সরিয়ে রেখে আপাতত প্রশিক্ষণেই মনোনিবেশ করেছেন ক্যাপ্টেন কুল।
কাশ্মীর উপত্যকায় দুমাস প্যারাশুট রেজিমেন্ট ব্যাটিলিয়ানে কঠোর ট্রেনিং করবেন মাহি
কাশ্মীর উপত্যকায় দুমাস প্যারাশুট রেজিমেন্ট ব্যাটিলিয়ানে কঠোর ট্রেনিং করবেন মাহি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram