দ্য কাশ্মীর ফাইলস এর পর ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী চমক- আসছে দিল্লী ফাইলস! ২০২২ এর মার্চ মাসে মুক্তি পাওয়া,বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস সারা ভারতে প্রচন্ড ঝড় তুলেছে।প্রসঙ্গত সিনেমাটিতে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের দেশত্যাগের কাহিনি দেখানো হয়েছে।অবশ্য দেশের একাংশের অভিযোগ,রাজনৈতিক প্রোপাগান্ডামূলক সিনেমা।
এখানে সত্যকে বিকৃত করে দেখানো হয়েছে।জানা গিয়েছে, এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং পল্লবী জোশী।এই ছবির বক্স অফিসে কালেকশন ৩০০ কোটি টাকা।সূত্রের খবর, শুক্রবার নিজের ট্যুইটারে তাঁর অনুগামীদের এই বিষয়ে আপডেট দিয়েছেন বিবেক এবং বলেছেন,”“আমি সেই সমস্ত মানুষদের ধন্যবাদ জানাই যারা The Kashmir Files-কে এই জায়গায় নিয়ে গিয়েছেন। গত ৪ বছর ধরে আমরা অত্যন্ত সততা এবং আন্তরিকতা দিয়ে খুব কঠোর পরিশ্রম করেছি। গণহত্যা এবং কাশ্মীরি হিন্দুদের প্রতি অবিচার সম্পর্কে মানুষকে সচেতন করা গুরুত্বপূর্ণ। আমার একটি নতুন সিনেমা The Delhi Files-এর কাজ করার সময় এসেছে,” বলে, ট্যুইট করেছেন বিবেক।
আর ও পড়ুন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন
এ ক্ষেত্রে উল্লেখযোগ্য, দ্য তাসখন্দ ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলের পর এই ট্রিলজির তৃতীয় এবং শেষ সিনেমা হল দিল্লি ফাইলস। গত বছরের সেপ্টেম্বরেই চলচ্চিত্র নির্মাতা দিল্লি ফাইলসের প্রথম পোস্টার শেয়ার করেছিলেন।তার ট্যাগলাইনে লেখা ছিল ‘রাইট টু লাইফ’।সূত্রের খবর,অনেক অনুগামীই বিবেক অগ্নিহোত্রীর ট্যুইটের প্রতিক্রিয়া জানিয়ে তার আগামী সিনেমার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।এছাড়াও,সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত ট্যুইট করে জানিয়েছেন, “আমি সবসময় চিন্তা করতাম; কাশ্মীর গণহত্যা, বা দেশভাগের ভয়াবহতা, মোপলা বা নোয়াখালি নিয়ে সিনেমা তৈরির মানুষ কি সত্যিই এদেশে নেই? হয়তো ঈশ্বর আপনাকে এর জন্যই পাঠিয়েছেন। আপনার পরবর্তী প্রকল্পের জন্য আপনাকে শুভকামনা জানাই”।



















