Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কাশ্মীর ফাইলস নিয়ে বন্ধুদেশের উল্টো মন্তব্য

কাশ্মীর ফাইলস নিয়ে বন্ধুদেশের উল্টো মন্তব্য

কাশ্মীর ফাইলস নিয়ে বন্ধুদেশের উল্টো মন্তব্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাশ্মীর ফাইলস নিয়ে বন্ধুদেশের উল্টো মন্তব্য। কাশ্মীর ফাইলস নিয়ে বন্ধুদেশের উল্টো মন্তব্যে বেকায়দায় ভারত। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে মারাত্মক বিতর্ক শুরু হল ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতা এবং উৎসবের জুরি নাদাভ লাপিডের এক মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে একটি অশ্লীল, এবা প্রোপাগান্ডা-মূলক ছবি বলে মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে একহাত নিয়েছিলেন ভারতে সে দেশের রাষ্ট্রদূত নায়োর গিলন।

 

তার পরে বিষয়টি নিয়ে মন্তব্য করেন অনুপম খের। এবার সেই প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিবেক অগ্নিহোত্রী এর আগে নাদাভ লাপিডের বক্তব্যের জবাবে একটি টুইট করেছিলেন। এবার একটি ভিডিয়ো প্রকাশ করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োতেবিবেক বলেছেন, ‘গতকাল গোয়াতে একজন জুরি চেয়ারম্যান বলেছেন যে, কাশ্মীর ফাইলস একটি প্রোপাগান্ডা-মূলক এবং অশ্লীল ছবি। এটা আমার জন্য নতুন কিছু নয়। সব সন্ত্রাসবাদী সংগঠন,আরবান নকশাল এবং যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তারা সব সময়ই এই ধরনের কথা বলে আসছে।

 

এর পরে তিনি বলেন, ‘আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় হল যে, ভারত সরকার কর্তৃক আয়োজিত এবং ভারত সরকারের প্ল্যাটফর্মে এমন কথা কেউ বললেন। কাশ্মীরকে ভারত থেকে যাঁরা আলাদা করতে চায়, এমন মানুষের কথার সমর্থন করা হয়েছে এখানে। এর পরে অনেক ভারতীয় সেই কথাটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে। ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে কথাটি। এরা কারা? চার বছর আগে আমি কাশ্মীরের ফাইলস নিয়ে গবেষণা শুরু করার পর থেকে এই লোকজনই এটাকে প্রোপাগান্ডা বলে আসছে।’এর পরেই তোপ দাগেন তিনি।বলেন, তিনি এই ছবিটি তৈরি করতে ৭০০ জনের সাক্ষাৎকার নিয়েছেন।

 

‘আজ আমি বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী এবং আর্বান নকশালদের চ্যালেঞ্জ জানাচ্ছি,আমি ইজরায়েল থেকে আসা মহান চলচ্চিত্র নির্মাতাকেও চ্যালেঞ্জ জানাচ্ছি যে তাঁরা একটি শট, একটি সংলাপ,কাশ্মীর ফাইলসের একটি ঘটনা মিথ্যা বলে প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব।প্রসঙ্গত কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জয়ী খ্যাতনামা ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিডে এই উৎসবে এসে মন্তব্য করেছিলেন, ‘আমরা সাতটি ছবি দেখেছি ডেবিউ কম্পিটিশনে,এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে ১৫টি ছবি দেখেছি— যা এই ফেস্টিভ্যালের মূল আকর্ষন।

 

১৫টির মধ্যে ১৪টি ছবির মধ্যে সিনেম্যাটিক কোয়ালিটি ছিল, ত্রুটিও ছিল এবং তা নিয়ে একটা গঠনমূলক আলোচনাও হয়েছে’। কিন্তু তাল কাটে বিবেক অগ্নিহোত্রীর ছবি ঘিরেই। পরিচালক বলেন, ‘আমরা প্রত্যেকে খুব অস্বস্তিবোধ করেছি,হতবাক হয়েছি ১৫ নম্বর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে। সকলের কাছেই এটি একটি অশ্লীল প্রোপাগান্ডা ছবি বলে বিবেচ্য হয়েছে।’ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় তত্য-সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগানের উপস্থিতিতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে তোপ দাগেন ইফির জুরি চেয়ারম্যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top