‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে আমির খানের মন্তব্য । দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’- এর। ইতিমধ্যেই ১৭০ কোটির ব্যবসা করেছে এই ছবি বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে সাথে এক ঝাঁক বলিউড তারকা যেমন,কঙ্গনা রানাওয়াত, অর্জুন রামপাল, রিতেশ দেশমুখ, কে কে মেনন, লোকশিল্পী মালিনী অবস্থি প্রমুখও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই সিনেমার।
আর এমতাবস্থায় এই ছবি নিয়ে নিজস্ব বক্তব্য রাখলেন বলিউড অভিনেতা আমির খান।সূত্রের খবর,সম্প্রতি ‘আরআরআর’ ছবির প্রচারে যোগ দিয়েছিলেন আমির খান। আর সেখানেই এই মুহুর্তে সারাদেশে ঝড় তোলা সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিনেমাটির ব্যাপারে অবশেষে মুখ খুললেন আমির খান।তিনি বলেন, এই “সিনেমা প্রত্যেক ভারতীয়র দেখা উচিত।” সূত্রের খবর অনুযায়ী তিনি নাকি সিনেমাটি বানানোর জন্য বিবেক অগ্নিহোত্রীর প্রশংসাও করেছেন।
আর ও পড়ুন ইটভাটার ধোঁয়া থেকে মার খাচ্ছে মালদহে আমের ফলন
এছাড়াও আমির গোটা টিম এবং অভিনেতাদের অভিনন্দন জানিয়েছেন বলেও জানা গেছে।’দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে আমির আরো জানান , “আমি নিশ্চিতভাবে সিনেমাটি দেখব, কারণ দেশের ইতিহাসের সঙ্গে জড়িত এটি। কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নির্মম অত্যাচার চলেছে, তা অত্যন্ত দুঃখজনক। এমন একটি অধ্যায় নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে, যা প্রত্যেক ভারতীয়র দেখা উচিত। নিরপরাধ মানুষের উপর যে অত্যাচার করা হয়েছিল তা প্রত্যেকের মনে রাখা উচিত।”আমিরের বক্তব্য,”যাঁরা মনুষ্যত্বে বিশ্বাস করেন, এই সিনেমাটি তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। আমি অবশ্যই সিনেমাটি দেখব। এবং আমি খুব খুশি এত সফলতা পেল সিনেমাটি।”
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে আমির খানের মন্তব্য । দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’- এর। ইতিমধ্যেই ১৭০ কোটির ব্যবসা করেছে এই ছবি বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে সাথে এক ঝাঁক বলিউড তারকা যেমন,কঙ্গনা রানাওয়াত, অর্জুন রামপাল, রিতেশ দেশমুখ, কে কে মেনন, লোকশিল্পী মালিনী অবস্থি প্রমুখও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই সিনেমার।