কাশ্যপ পাড়ায় একটি শিব মন্দিরে ভয়াবহ চুরি। আবারো নদীয়ার শান্তিপুর কাশ্যপ পাড়া মোড়ে, চামেলি ভট্টাচার্য্যর বাড়ির শিব মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি। তারা মা, শিবলিঙ্গ, মহাদেব, বামাক্ষ্যাপা এবং গোপালের রুপো এবং সোনার আনুমানিক একলক্ষ টাকার গহনা চুরি যায়। প্রকাশ্য রাজপথের পাশে, ব্যবসায়ীদের নাইট গার্ডের ব্যবস্থাও ছিলো, কিন্তু তারই ভেতর এই ঘটনা।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে খতিয়ে দেখে, বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লোহার গরাদ ভেঙে, সেই রড দিয়ে মন্দিরের তালা ভাঙ্গে দুষ্কৃতীরা, বেশ কিছু জুতোর ছাপ লক্ষ্য করেন । পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত বারোটা পর্যন্ত তারা জেগে ছিলেন, ভোর পাঁচটায় প্রথম লক্ষ্য করেন ঠাকুর ঘরের দরজা খোলা। সাইকেল বা অন্যান্য অনেক কিছু মূল্যবান জিনিসপত্র বাড়ির বাইরে থাকে কোনদিন এ ধরনের ঘটনা ঘটেনি, তাই তারা স্তম্ভিত। তবে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে, চুরির কিনারা করার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন – বালুরঘাটে ডাঙ্গাগ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার
উল্লেখ্য, আবারো নদীয়ার শান্তিপুর কাশ্যপ পাড়া মোড়ে, চামেলি ভট্টাচার্য্যর বাড়ির শিব মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি। তারা মা, শিবলিঙ্গ, মহাদেব, বামাক্ষ্যাপা এবং গোপালের রুপো এবং সোনার আনুমানিক একলক্ষ টাকার গহনা চুরি যায়। প্রকাশ্য রাজপথের পাশে, ব্যবসায়ীদের নাইট গার্ডের ব্যবস্থাও ছিলো, কিন্তু তারই ভেতর এই ঘটনা।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে খতিয়ে দেখে, বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লোহার গরাদ ভেঙে, সেই রড দিয়ে মন্দিরের তালা ভাঙ্গে দুষ্কৃতীরা, বেশ কিছু জুতোর ছাপ লক্ষ্য করেন । পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত বারোটা পর্যন্ত তারা জেগে ছিলেন, ভোর পাঁচটায় প্রথম লক্ষ্য করেন ঠাকুর ঘরের দরজা খোলা। সাইকেল বা অন্যান্য অনেক কিছু মূল্যবান জিনিসপত্র বাড়ির বাইরে থাকে কোনদিন এ ধরনের ঘটনা ঘটেনি, তাই তারা স্তম্ভিত। তবে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে, চুরির কিনারা করার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।