রাজ‍্যস্তরের কিক বক্সিং-এ পদক জিতলেন চাঁচলের তিন কিশোর

রাজ‍্যস্তরের কিক বক্সিং-এ পদক জিতলেন চাঁচলের তিন কিশোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ‍্যস্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় শিরোপা পেল মালদহের চাঁচলের তিন কিশোর।ওই দিন কিশোরের সাফল‍্যে খুশি চাঁচলবাসী।চলতিমাসের ২০ তারিখে রাজ‍্য স্তরের কিংবক্সিং প্রতিযোগিতা আয়োজিত আসানসোলের দূর্গাপূরে।প্রতিযোগিতায় অংশেন নেন চাঁচলের নয়জন কিশোর।যার মধ‍্যে তিনজন বক্সিং প্রতিযোগিতায় শিরোপা পান।
চাঁচলের দীপঙ্কর কুমার,রামিশ আনাফ আসান ও সাহিল রেজা আনসারি দুটি সিলভার ও একটি ব্রোঞ্জের পদক তারা ছিনিয়ে নেয়।

 

মাস ছয়েক ধরে চাঁচলের আদর্শপল্লীতে পড়াশুনার পাশি বক্সিং এর প্রশিক্ষণ নেন ওই তিন কিশোর।অদ‍্যম জেদ ও ইচ্ছে শক্তির জেরেই রাজ‍্যস্তরের বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন তারা। সেখানে হাড্ডাহাড্ডির লড়াইয়ে তারা জয়ী হন।দীপঙ্কর কুমার ও রামিশ আহনাফ আহসান দুটি সিলভার মেডেল পদক পান।এবং সাহিল রেজা আনসারি ব্রোঞ্জের মেডেল পান। তিন- সাফল্যে খুশি শহরবাসী।

 

জয়ী সাহিল রেজা,দীপঙ্কর,রামিশরা বলেন,আমরা ভাবতেই পারিনি ছমাসের প্রশিক্ষণে রাজ‍্যস্তর থেকে পদক পাব।
সবকটাই কৃতিত্ব আমাদের প্রশিক্ষক শাহনাজ স‍্যারের।আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার নেওয়ার ইচ্ছা রয়েছে।তার প্রস্তুতি শুরু করেছি।

আর ও পড়ুন  একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, রাজ‍্যস্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় শিরোপা পেল মালদহের চাঁচলের তিন কিশোর।ওই দিন কিশোরের সাফল‍্যে খুশি চাঁচলবাসী।চলতিমাসের ২০ তারিখে রাজ‍্য স্তরের কিংবক্সিং প্রতিযোগিতা আয়োজিত আসানসোলের দূর্গাপূরে।প্রতিযোগিতায় অংশেন নেন চাঁচলের নয়জন কিশোর।যার মধ‍্যে তিনজন বক্সিং প্রতিযোগিতায় শিরোপা পান।
চাঁচলের দীপঙ্কর কুমার,রামিশ আনাফ আসান ও সাহিল রেজা আনসারি দুটি সিলভার ও একটি ব্রোঞ্জের পদক তারা ছিনিয়ে নেয়।

 

মাস ছয়েক ধরে চাঁচলের আদর্শপল্লীতে পড়াশুনার পাশি বক্সিং এর প্রশিক্ষণ নেন ওই তিন কিশোর।অদ‍্যম জেদ ও ইচ্ছে শক্তির জেরেই রাজ‍্যস্তরের বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন তারা। সেখানে হাড্ডাহাড্ডির লড়াইয়ে তারা জয়ী হন।দীপঙ্কর কুমার ও রামিশ আহনাফ আহসান দুটি সিলভার মেডেল পদক পান।এবং সাহিল রেজা আনসারি ব্রোঞ্জের মেডেল পান। তিন- সাফল্যে খুশি শহরবাসী।

জয়ী সাহিল রেজা,দীপঙ্কর,রামিশরা বলেন,আমরা ভাবতেই পারিনি ছমাসের প্রশিক্ষণে রাজ‍্যস্তর থেকে পদক পাব।
সবকটাই কৃতিত্ব আমাদের প্রশিক্ষক শাহনাজ স‍্যারের।আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার নেওয়ার ইচ্ছা রয়েছে।তার প্রস্তুতি শুরু করেছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top