কিছুটা বৃষ্টি হলেও কমেনি দাবদাহ, জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক কৃষকের

কিছুটা বৃষ্টি হলেও কমেনি দাবদাহ, জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক কৃষকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কিছুটা বৃষ্টি হলেও কমেনি দাবদাহ, জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনাটি ঘটেছে শনিবার জলপাইগুড়ি দেবনগর এলাকার পূর্ব কুমোর পাড়ায়। এলাকাবাসীদের থেকে জানা যায়, পেশায় কৃষক জনার্দন দাস, শনিবার জমিতে ধান গাছের চারা রোপনের কাজ করছিলেন, একদিকে দিন কয়েক ধরে সামান্য বৃষ্টিতে জমিতে জল থাকায় পায়ের নিচে কাঁদা থাকলেও মাথার ওপরে থাকা সূর্যের তাপ প্রায় ৩৫ ডিগ্রি,

 

এমন অবস্থায় হটাৎ অসুস্থবোধ করতে থাকেন জনার্দন বাবু বলে জানিয়েছেন খেতে কর্মরত কৃষকেরা, শরীর অসুস্থ লাগায় জমির পাশে গিয়ে এক গ্লাস জল খান এই কৃষক, এবং শুয়ে পরেন মাটিতেই, তবে সেই সোয়াই শেষ সওয়া। দীর্ঘক্ষন জনার্দন দাসকে উঠতে না দেখে বাড়ির লোকজন ছুটে এসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎসকেরা এই কৃষকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন – রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইকো পার্ক থানায় ডেপুটেশন জমা

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে শনিবার জলপাইগুড়ি দেবনগর এলাকার পূর্ব কুমোর পাড়ায়। এলাকাবাসীদের থেকে জানা যায়, পেশায় কৃষক জনার্দন দাস, শনিবার জমিতে ধান গাছের চারা রোপনের কাজ করছিলেন, একদিকে দিন কয়েক ধরে সামান্য বৃষ্টিতে জমিতে জল থাকায় পায়ের নিচে কাঁদা থাকলেও মাথার ওপরে থাকা সূর্যের তাপ প্রায় ৩৫ ডিগ্রি, এমন অবস্থায় হটাৎ অসুস্থবোধ করতে থাকেন জনার্দন বাবু বলে জানিয়েছেন খেতে কর্মরত কৃষকেরা, শরীর অসুস্থ লাগায় জমির পাশে গিয়ে এক গ্লাস জল খান এই কৃষক, এবং শুয়ে পরেন মাটিতেই,

 

তবে সেই সোয়াই শেষ সওয়া। দীর্ঘক্ষন জনার্দন দাসকে উঠতে না দেখে বাড়ির লোকজন ছুটে এসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎসকেরা এই কৃষকে মৃত বলে ঘোষণা করেন। কিছুটা বৃষ্টি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top