০৬ জুলাই, ২০২১: কিছুদিনের মধ্যেই সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে এবার বিনামূল্যে পেতে পারেন স্পুটনিক ভি ভ্যাকসিন ।এমনটাই জানালেন কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন ডাঃ এন কে আরোরা।
বর্তমানে স্পুটনিকভি ভ্যাকসিন পাওয়া যায় বেসরকারি সংস্থায়।

সরকারের হাতে স্পুটনিক ভি এখন আসার অপেক্ষায়। খুব শীঘ্রই সরকারি ভ্যাকসিনেশন কেন্দ্রে পাওয়া যাবে স্পুটনিক ভি।তবে ,স্পুটনিক ভি রাখার জন্য প্রয়োজন -১৮°C। তাই পোলিও ভ্যাকসিনের কোল্ড চেইনের পিজার্ভিং জায়গাতেই রাখা যাবে স্পুটনিক ভি। দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও পাওয়া যাবে স্পুটনিক ভি। এমনটাই জানা গিয়েছে।



















