দীর্ঘ প্রতীক্ষার পর অবশষে চালু হল কিষান রেলের যাত্রা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশষে চালু হল কিষান রেলের যাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কিষান

সুখবর কৃষকদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশষে চালু হল কিষান রেলের যাত্রা।  রোববার বিশেষ এই ট্রেন যাত্রা করবে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে। এদিন এই ট্রেনের সূচনা করেন ডাঃ জয়ন্ত কুমার রায়। অপেক্ষার অবসান । দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল জলপাইগুড়ি স্টেশন থেকে কিষান রেলের যাত্রা।

 

রোববার জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কিষান রেলের যাত্রার শুভ সূচনা করলেন সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। হলদিবাড়ি সহ জলপাইগুড়ির প্রান্তিক চাষীদের সুবিধার্থে চালু হল এই ট্রেন। , অর্ধেক ভাড়ায় নিজস্ব ক্ষেতের ফসল ভিন রাজ্যে পৌঁছতে পারবে কৃষকেরা। ছাড় জি এস টিতেও। কিষাণ রেলের সূচনায় খুশি কৃষকরা।

আর ও পড়ুন    সুন্দরবনে ২০ ফুটের সরস্বতী তৈরি করে দৃষ্টান্ত করলেন স্কুল পড়ুয়ারা

 

রোববার বিশেষ এই ট্রেন যাত্রা করবে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে। উল্লেখ্য, চাষীদের এই ফসল নিয়ে যাবার যে খরচ তার অর্ধেক বহন করবে কেন্দ্রীয় কৃষি মন্র্রণালয়, জানান, সাংসদ। সঠিক বাজার পাওয়ার উদ্দেশ্যেই এই ট্রেনের সুচনা। জলপাইগুড়ি, হলদিবাড়ি এলাকায় আলু চাষ বেশী কিন্তু সঠিক দাম পান না কৃষকরা। সেই উদ্দ্যেশেই ভারতীয় রেলের পক্ষ থেকে এই ট্রেনের সূচনা করেন। যাতে অন্যান্য রাজ্যে গিয়ে আমদানি হয়। ফলে লাভের মুখ দেখতে পারে আশা করছেন আলু চাষীরা।

 

উল্লেখ্য, সুখবর কৃষকদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশষে চালূ হল কিষান রেলের যাত্রা।  রোববার বিশেষ এই ট্রেন যাত্রা করবে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে। এদিন এই ট্রেনের সূচনা করেন ডাঃ জয়ন্ত কুমার রায়। অপেক্ষার অবসান । দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল জলপাইগুড়ি স্টেশন থেকে কিষান রেলের যাত্রা। রোববার জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কিষান রেলের যাত্রার শুভ সূচনা করলেন সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। হলদিবাড়ি সহ জলপাইগুড়ির প্রান্তিক চাষীদের সুবিধার্থে চালু হল এই ট্রেন। , অর্ধেক ভাড়ায় নিজস্ব ক্ষেতের ফসল ভিন রাজ্যে পৌঁছতে পারবে কৃষকেরা। ছাড় জি এস টিতেও।

 

কিষাণ রেলের সূচনায় খুশি কৃষকরা।  রোববার বিশেষ এই ট্রেন যাত্রা করবে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে। উল্লেখ্য, চাষীদের এই ফসল নিয়ে যাবার যে খরচ তার অর্ধেক বহন করবে কেন্দ্রীয় কৃষি মন্র্রণালয়, জানান, সাংসদ। সঠিক বাজার পাওয়ার উদ্দেশ্যেই এই ট্রেনের সুচনা। জলপাইগুড়ি, হলদিবাড়ি এলাকায় আলু চাষ বেশী কিন্তু সঠিক দাম পান না কৃষকরা। সেই উদ্দ্যেশেই ভারতীয় রেলের পক্ষ থেকে এই ট্রেনের সূচনা করেন। যাতে অন্যান্য রাজ্যে গিয়ে আমদানি হয়। ফলে লাভের মুখ দেখতে পারে আশা করছেন আলু চাষীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top