কিস্তির টাকা না দিতে পেরে গাড়ি নিয়ে গেল ঋণ প্রদানকারী সংস্থা! চাপে আত্মঘাতী সোদপুর ঘোলার যুবক

কিস্তির টাকা না দিতে পেরে গাড়ি নিয়ে গেল ঋণ প্রদানকারী সংস্থা! চাপে আত্মঘাতী সোদপুর ঘোলার যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কিস্তির টাকা না দিতে পেরে গাড়ি নিয়ে গেল ঋণ প্রদানকারী সংস্থা! চাপে আত্মঘাতী সোদপুর ঘোলার যুবক। সোদপুর ঘোলা পূর্বাঞ্চলের বাসিন্দা দেবজ্যোতি ভট্টাচার্য (২৪) ২০১৮ সালে গতিধারা প্রকল্পের চারচাকা গাড়ি কিনেছিলেন। এক বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে লকডাউন চলাকালীন চার মাসের কিস্তি বকেয়া পড়ে যায়। এর পর ঋণ প্রদানকারী সংস্থার তরফ থেকে ফোন করে করে বারবার চাপ দিতে থাকে দেবজ্যোতি ভট্টাচার্যকে।

 

এর পর পরিস্থিতি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে দেবজ্যোতির বাবা প্রতি মাসের ঋণের টাকা সংস্থায় জমা করে আসছিলেন। বকেয়া চার মাসের কিস্তির টাকা জমে যাওয়ায় দেবজ্যোতি রাস্তায় গাড়ি নিয়ে বের হতে ভয় পাচ্ছিলেন। কারন তিনিই একমাত্র পরিবারের রোজগেরে ছিলেন। গাড়ি চালিয়েই তিনি সংসার চালাতেন। কিন্তু পরিবারের লোকের অভিযোগ, ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বাড়িতে যখন টাকা নিতে আসত, তখন তারা আশ্বাস দিয়েছিল যে রাস্তায় গাড়ি বের করলে কোনও সমস্যা হবে না। ভয়ের কোনও কারণ নেই।

আর ও পড়ুন      ভুয়ো নীল বাতি গাড়ি আটক করল পুলিশ, গ্রেফতার চালক

যার জেরে গত ১১ই এপ্রিল দেবজ্যোতি বাবু গাড়ি নিয়ে কাজে বেরোয়। ঘোলা মুড়াগাছা পেট্রলপাম্পে গাড়িতে তেল ভরার জন্য দাঁড়ালে ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা এসে তাঁর থেকে গাড়ি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। তার সঙ্গে সঙ্গে দেবজ্যোতি বাবুকে অকথ্য ভাষায় অপমানও করা হয় বলে অভিযোগ তাঁর পরিবারের। দেবজ্যোতি বাবার অভিযোগ, এরপরই তাঁর ছেলে আত্মহত্যা করে। শিয়ালদহ মেইন শাখায় ৪ নম্বর রেলগেট এর কাছে লাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গত ১৮ এপ্রিল দেবজ্যোতির বাবা ঘোলা থানায় ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top