Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
How to take care of your nails? Know the secret tips

আপনার নখের যত্ন নেবেন কীভাবে ? টিপস জেনে রাখুন

আপনার নখের যত্ন নেবেন কীভাবে ? টিপস জেনে রাখুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কীভাবে

আপনার নখের যত্ন নেবেন কীভাবে ? টিপস জেনে রাখুন।   আপনার সৌন্দর্যের একটি অন্যতম অংশ হয়ে উঠরে পারে আপনার নখ। নখের মাধ্যমে ফুটে উঠতে পারে আপনার সৌন্দর্য।   আপনার নখের যত্ন নেবেন কীভাবে ? টিপস জেনে রাখুন

 

* নেইল পলিশ লাগানোর আগেই নখের চারপাশের ত্বকে খানিকটা তেল লাগিয়ে নিলেই নখের চারপাশের ত্বকে ও কিউটিকলে নেইল পলিশ ছড়িয়ে যাবে না।

 

* নখে নেইল পলিশের দুই কোট লাগিয়ে শুকিয়ে যাওয়ার আগেই গরম জলের ভাপের উপর পাঁচ সেকেন্ডের জন্য নখ ধরে রাখলেই শুকিয়ে যাওয়ার পর চকচকে নেইল পলিশ ম্যাট হয়ে যাবে।

 

* নেইল পলিশ দ্রুত শুকিয়ে যাওয়ার জন্য, নেইল পলিশ লাগিয়ে নখগুলো বরফ ঠাণ্ডা জলে ডুবিয়ে রাখলেই শুকিয়ে যাওয়ার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না।

 

* চলতি ট্রেন্ডে নেইল স্টিকার বেশ জনপ্রিয়। তবে শুধু নখের উপর স্টিকার লাগিয়ে নিলেই চলবে না। স্থায়িত্ব বাড়াতে স্টিকার লাগানোর পর উপরে অবশ্যই স্বচ্ছ টপকোট লাগিয়ে নিতে হবে।

 

* গ্লিটার নেইল পলিশ উঠানোর সময় বেশ বেগ পেতে হয়। তুলা ব্যবহার না করে নরম পাতলা কাপড় রিমুভারে ভিজিয়ে ব্যবহার করলে নেইলপলিশ দ্রুত উঠে আসবে।

 

আর ও  পড়ুন    ৩০ বছরের আগেই সন্তান নিন, কেন এমন বলছেন চিকিতসকেরা

 

* নখে দুটি নেইল পলিশের শেইড তৈরি করার জন্য মেইকআপ স্পঞ্জ ব্যবহার করা যায়। প্রথমে একটি প্লাস্টিকের উপর পছন্দমতো দুটি রং পাশাপাশি নিয়ে একটি টুথপিক দিয়ে মাঝামাঝি অংশ মিশিয়ে নিতে হবে। এরপর রং দুটিতে একটি মেইকআপ স্পঞ্জ ভিজিয়ে নখের উপর চেপে ধরতে হবে। নখে সুন্দরভাবে নেইল পলিশের শেইড হয়ে যাবে। এরপর টপকোট লাগিয়ে নিলেই হয়ে যাবে অম্রে নেইল আর্ট।

 

* ফ্রেঞ্চ টিপ করতে গেলে প্রায়ই অসমান হয়ে যায়। তাই যে অংশে ফ্রেঞ্চ টিপ করতে হবে ওই অংশ বাকি রেখে পুরো নখে স্টিকার বা স্কচটেপ লাগিয়ে নিতে হবে। এর উপর পছন্দের নেইল পলিশ লাগিয়ে স্কচটেপ বা স্টিকার উঠিয়ে ফেললেই সমানভাবে প্রতিটি নখে ফ্রেঞ্চ টিপ হয়ে যাবে।

 

উল্লেখ্য, নখে নেইল পলিশের দুই কোট লাগিয়ে শুকিয়ে যাওয়ার আগেই গরম জলের ভাপের উপর পাঁচ সেকেন্ডের জন্য নখ ধরে রাখলেই শুকিয়ে যাওয়ার পর চকচকে নেইল পলিশ ম্যাট হয়ে যাবে।  নখে নেইল পলিশের দুই কোট লাগিয়ে শুকিয়ে যাওয়ার আগেই গরম জলের ভাপের উপর পাঁচ সেকেন্ডের জন্য নখ ধরে রাখলেই শুকিয়ে যাওয়ার পর চকচকে নেইল পলিশ ম্যাট হয়ে যাবে।

 

নখে দুটি নেইল পলিশের শেইড তৈরি করার জন্য মেইকআপ স্পঞ্জ ব্যবহার করা যায়। প্রথমে একটি প্লাস্টিকের উপর পছন্দমতো দুটি রং পাশাপাশি নিয়ে একটি টুথপিক দিয়ে মাঝামাঝি অংশ মিশিয়ে নিতে হবে। এরপর রং দুটিতে একটি মেইকআপ স্পঞ্জ ভিজিয়ে নখের উপর চেপে ধরতে হবে। ফ্রেঞ্চ টিপ করতে গেলে প্রায়ই অসমান হয়ে যায়। তাই যে অংশে ফ্রেঞ্চ টিপ করতে হবে ওই অংশ বাকি রেখে পুরো নখে স্টিকার বা স্কচটেপ লাগিয়ে নিতে হবে। এর উপর পছন্দের নেইল পলিশ লাগিয়ে স্কচটেপ বা স্টিকার উঠিয়ে ফেললেই সমানভাবে প্রতিটি নখে ফ্রেঞ্চ টিপ হয়ে যাবে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top