মা হতে চলেছেন বলিউডের প্লেব্যাক কুইন

মা হতে চলেছেন বলিউডের প্লেব্যাক কুইন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কুইন

মা হতে চলেছেন বলিউডের প্লেব্যাক কুইন।  জানা গিয়েছে, চলতি বছরেই মা হতে চলেছেন বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্কর। তবে অনেক ভক্তই মনে করেছেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সংগীত তারকা। বলিউড বাবলের খবর, কিছু দিন আগে একবার জনসম্মুখে দেখা মিলেছিল নেহার।

 

সেখানে তাঁকে ওড়না দিয়ে পেট ঢাকার চেষ্টা করতে দেখা যায়। এর পর গুঞ্জন আরও বাড়ে। অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং নেহা কক্কর। নেহা কক্কর সম্প্রতি নাচভিত্তিক রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানের তৃতীয় মৌসুমের মঞ্চে হাজির হয়েছিলেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বার গুঞ্জন নিয়ে মুখ খোলেন।

 

ওই রিয়েলিটি শোতে নেহা কক্কর তাঁর ‘কাঁটা লাগা’ গানের প্রচারে গিয়েছিলেন। সেখানে জানান, রোহনপ্রীত সিং ও তিনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা এখনও করেননি। তবে বলেছেন, তিনি সন্তান নিতে চান। তিনি ওই শো-র প্রতিযোগী গুঞ্জনের মতো বাচ্চা চান। গুঞ্জনের নাচে আপ্লুত নেহা। শোতে গুঞ্জন ‘লুঙ্গি ড্যান্স’ গানের তালে নাচে। নেহা কক্কর এই ছোট্ট বাচ্চাকে প্রশংসায় ভাসান।

 

বলেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন। শুভ কামনা রইল। রোহু (রোহনপ্রীত) ও আমি এখনও সন্তান নেওয়ার কথা ভাবিনি। কিন্তু আমাদের যদি কখনও বাচ্চা হয়, আমরা চাইব বাচ্চাটা যেন গুঞ্জনের মতো হয়।গেল বছরের ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নেহা কক্কর। এর পর অবশ্য বহু বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে শিরোনাম হয়েছেন।

 

আর ও পড়ুন  স্বামীর জামিনের খবর পাওয়ার পর কী বার্তা দিলেন শিল্পা ?

 

উল্লেখ্য  ২০০৬ সালে তিনি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল-এর দ্বিতীয় মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি শেষ আটে পৌঁছানোর আগেই ছিটকে যান। এছাড়া তিনি ২০১৪ সালে সনি টিভির “কমেডি সার্কাস কে টানসেন” -এ অংশগ্রহণ করেন।  ২০০৮ সালে, তিনি তার প্রথম অ্যালবাম নেহা-দ্য রক স্টার প্রকাশ করেন, যার সঙ্গীত পরিচালনা করেছেন মিত ব্রাদার্স।

 

তার অন্য কাজসমূহের মধ্যে রয়েছে – ইয়ারিয়া চলচ্চিত্রের “সানি সানি”, দ্য শৌকিন্স চলচ্চিত্রের “মানালি ট্রান্স”, গাব্বার ইজ ব্যাক চলচ্চিত্রে হানি সিংয়ের সাথে “আও রাজা”, ফাটা পোস্টার নিকলা হিরো চলচ্চিত্রের “ধাতিং নাচ”, কুইন চলচ্চিত্রের “লন্ডন তুমাকদা”, সত্যমেব জয়তে চলচ্চিত্রের “দিলবার”, মেইয়াং চ্যাংয়ের সাথে “হাঞ্জু” (অ্যালবাম) এবং গিপ্পি গ্রেওয়ালের সাথে “প্যাট লাইংগে” (অ্যালবাম)।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top