কুকুরের জন্মদিনে রাস্তার কুকুরদের খিচুড়ি মাংস খাওয়ালেন মহিলা

কুকুরের জন্মদিনে রাস্তার কুকুরদের খিচুড়ি মাংস খাওয়ালেন মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১৬ ই জানুয়ারী : মানুষের জন্মদিন পালন হয় ঠিকই আমরা জানি কিন্তু এবার দেখা গেল কুকুরের জন্মদিন পালন করা হল রানাঘাট চিল্ড্রেন্স পার্কে কাছে কাকলী মুখার্জী নামে এক বাসিন্দার বাড়িতে।রিতীমত পুষি নামে ওই কুকুরের ৬ বছর পূর্ণ হওয়ায় রানাঘাট চিলড্রেন’স পার্ক এর বাসিন্দা কাকলি মুখার্জী জন্মদিন ঘটা করে পালন করলেন। পাশাপাশি বুধবার রাতে সাধারণ মানুষকে নিমন্ত্রণ সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এছাড়া এদিন রানাঘাটের রাস্তার কুকুরদের তিনি খিচুড়ি এবং মাংস খাওয়ালেন। পুশির জন্মদিন উপলক্ষে সাধারণ পশুপ্রেমী যারা তারাও নিমন্ত্রিত ছিলেন এদিন এবং এই কুকুরের জন্মদিন ঘিরে কিন্তু কাকলি দেবী রীতিমতো জন্মদিনের জিনিসপত্র সবই মোটামুটি এনেছিলেন বাদ জাই নি কিছুই।জন্মদিনের কেক থেকে শুরু করে মোমবাতি, বেলুন সবকিছুই কিন্তু আয়োজন ছিল চোখে পড়ার মতো। এই ঘটনায় যে মানুষ যেমন তার জন্মদিন পালন করেন তেমনি একটি কুকুরকে জন্মদিন পালন করা যায় তারই বার্তা এই আয়োজনে উঠে আসল। স্ট্রীট ডগ কুকুর মানুষের যেমন কথা শোনে তেমনি কুকুর প্রভু ভক্ত তাই রাতের অন্ধকারে আমাদের অনেকটা নিরাপত্তা দেয়। পশুপ্রেমীরা মনে করছেন সমাজে কুকুরের ভুমিকা অনেকটাই তাই তাদের সাথে খারাপ আচারন করা উচিত নয়।তারা পরিবারের সন্তানের মত।পুশির জন্মদিনে সমাজে এক আলাদা দৃষ্টান্ত স্থাপন করলেন রানাঘাটের কাকলি মুখার্জি।এছাড়া তার এই জন্মদিনে তিনি কম্বল বিতরণ করলেন দুস্থ এলাকার বেশ কয়েকজন মানুষজনকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top