নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৯ মার্চ, পূর্ব বর্ধমান শহরের সুভাষপল্লী রোড বাহিরসর্বমঙ্গলা পাড়া এলাকায় বৃহস্পতিবার ধরা পড়ল ক্যামেরায় এক অন্য চিত্র।যেখানে দেখা যায়, ওই এলাকায় একটি বিয়ে বাড়ির সামনে লঙ্কার গুঁড়ো ছড়ানো রয়েছে, যাতে কুকুর মলত্যাগ করতে না পারে এবং বাচ্চারা খেলাধুলা করতে না পারে।বিয়েবাড়ির সামনের রাস্তা যাতে পরিষ্কার থাকে তাই এরম সিদ্ধান্ত নেয় তাঁরা।
কিন্তু এরূপ কাজে সাধারণ মানুষের নানান সমস্যা হচ্ছে তাই শেষমেশ সকলে মাইল এর বিরুদ্ধে মুখ খুলল। জানা যায়, ওই এলাকায় বর্ধমান মেড্যিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে দূরদুরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ আসে চিকিৎসার জন্য। শুধু বর্ধমান নয়, বর্ধমানের আশেপাশে গ্ৰাম থেকেও মানুষ আসে চিকিৎসা করাতে। সেইরকম একটি জায়গায় লংকা গুঁড়ো দেওয়ার ফলে তা হাওয়ায় চোখে ঢুকছে এবং তাতে পথচলতি মানুষদের কাশি হচ্ছে এই লঙ্কাগুঁড়ো জন্য। এরপর বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।