কুকুর বিড়ালের মাংস দিয়ে তৈরী মোমো!

কুকুর বিড়ালের মাংস দিয়ে তৈরী মোমো!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাঞ্জাব – মোমো খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্টিম, ফাই, প্যান ফ্রাই – সব ধরণের মোমোই জিভে জল এনে দেয়। কিন্তু মুরগির মাংসের বদলে যদি কুকুর কিংবা বিড়ালের মাংস দিয়ে মোমো বানিয়ে তা পরিবেশন করা হয়! ভাবলেই নাড়িভুঁড়ি পাকিয়ে উঠছে তাই না! সদ্য এমনই অভিযোগ উঠল পাঞ্জাবের মাতাউরে মোহালি এলাকায় এক মোমো বিক্রেতার বিরুদ্ধে।

বিড়ালের মাংস ব্যবহার করে আমিষ মোমো এবং স্প্রিং রোল বানানোর অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় এক সাংবাদিক বিষয়টি প্রথম সামনে আনেন। যে বাড়িতে এই সমস্ত কর্মকাণ্ড চলছিল সেখানকার ভিডিয়োও ফাঁস করেন তিনি। ভিডিয়োয় একটি বিড়ালের কাটা মাথা দেখা গিয়েছে।



কেউ কেউ বলছেন এটি কুকুরের কাটা মাথা। স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়েছে। খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষা পর যদি অভিযোগ সত্যি হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top