নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভাটপাড়া থানার অন্তর্গত বেল্লে শংকরপুরে রাস্তার পাশে একটি তালাবন্ধ বাড়ির পেছন থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। একটি কুকুর মাটি সরিয়ে কিছুটা অংশ বের করে ফেলে সেটা এলাকাবাসীদের নজরে আসে।তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়।
এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত মহিলার নাম আশা সাউ, বয়স ২৫। মৃতার বাড়ি ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে। ঘটনার জেরে মোঃ সাদ্দাম নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এলাকার মানুষের দাবি, সাদ্দামের সাথে আসার প্রেমের সম্পর্ক ছিল। যেখানে দেহটি পাওয়া যায় তার পাশেই সাদ্দামের আরেকটা বাড়ি আছে আর সেই বাড়ির পেছনেই এই দেহ লুকিয়ে রাখা হয়েছিল।প্রাথমিকভাবে পুলিশের ও এলাকাবাসীর অনুমান, আশাকে ধর্ষণ করার পর খুন করে মাটি চাপা দিয়ে দিয়েছে সাদ্দাম।