Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Chinese troops marching across the border in the dark of night,

সীমান্তে  রাতের অন্ধকারেও কুচকাওয়াজ চালাচ্ছে চীনা সেনা, দুশ্চিন্তা বাড়ছে ভারতের

সীমান্তে  রাতের অন্ধকারেও কুচকাওয়াজ চালাচ্ছে চীনা সেনা, দুশ্চিন্তা বাড়ছে ভারতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কুচকাওয়াজ

সীমান্তে  রাতের অন্ধকারেও কুচকাওয়াজ চালাচ্ছে চীনা সেনা, দুশ্চিন্তা বাড়ছে ভারতের । সীমান্তে  চাপ বাড়ছে ভারতের ওপর। একদিকে ভারত-পাক সীমান্তে সন্দেহজনক গতিবিধি অন্যদিকে  চীনের দিক থেকেও আশঙ্কা। জানা যাচ্ছে, সীমান্তে  তারা এখন রাতের অন্ধকারেও কুচকাওয়াজ চালাচ্ছে।  ভারত সীমান্তে প্রহরায় থাকে চীনের  পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড শাখা। তারাই এখন রাতেও সীমান্তে  অনুশীলন চালিয়ে যাচ্ছে।

 

লাদাখ সীমান্তের কাছে উচ্চ পার্বত্য অঞ্চলে ১৬,৪০০ ফুট উচ্চতায় চলছে তাদের এই কুচকাওয়াজ। চীনের এক সেনা কমান্ডারের কথায়  ‘আমরা সূচিতে বদল করেছি এবং বেশি উচ্চতার ট্রেনিংয়ের মান ছোঁয়ার দাবি জানিয়েছি সেনাদের কাছে। কারণ পরিসীমা এলাকায় আমাদের আরও কঠিন লড়াইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

 

আর ও  পড়ুন      ভবানীপুরে মমতাকে লড়তে হচ্ছে আরও ৯ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, কারা এরা

 

তিনি আরও বলছেন, বরফে ঢাকা দুর্গম পাহাড়ি রাস্তায় আলো ছাড়াই যাতায়াত শুরু হয়েছে। রাতের অন্ধকারেই চলছে লাইট মেশিনগান নিয়ে অনুশীলন। চীনা সেনার এই তৎপরতা সাউথ ব্লককে আদৌ স্বস্তি দেবে না।

 

উল্লেখ্য, একদিকে ভারত-পাক সীমান্তে সন্দেহজনক গতিবিধি অন্যদিকে  চীনের দিক থেকেও আশঙ্কা। জানা যাচ্ছে, সীমান্তে  তারা এখন রাতের অন্ধকারেও কুচকাওয়াজ চালাচ্ছে।  ভারত সীমান্তে প্রহরায় থাকে চীনের  পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড শাখা। তারাই এখন রাতেও সীমান্তে  অনুশীলন চালিয়ে যাচ্ছে।

 

লাদাখ সীমান্তের কাছে উচ্চ পার্বত্য অঞ্চলে ১৬,৪০০ ফুট উচ্চতায় চলছে তাদের এই কুচকাওয়াজ। চীনের এক সেনা কমান্ডারের কথায়  ‘আমরা সূচিতে বদল করেছি এবং বেশি উচ্চতার ট্রেনিংয়ের মান ছোঁয়ার দাবি জানিয়েছি সেনাদের কাছে।

 

কারণ পরিসীমা এলাকায় আমাদের আরও কঠিন লড়াইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে।’ বরফে ঢাকা দুর্গম পাহাড়ি রাস্তায় আলো ছাড়াই যাতায়াত শুরু হয়েছে। রাতের অন্ধকারেই চলছে লাইট মেশিনগান নিয়ে অনুশীলন। চীনা সেনার এই তৎপরতা সাউথ ব্লককে আদৌ স্বস্তি দেবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top