কুড়ি কিলো কচ্ছপের মাংস উদ্ধার । শনিবার সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করল বন দপ্তর। এদিন বনদপ্তরের নাথুয়া রেঞ্জ এই অভিয়ান চালায়। তবে মাংস পেল পালিয়ে যান কচ্ছপ হত্যাকারী দুই যুবক। ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায় বনদপ্তর সূত্র।
এই কচ্ছপ গুলি সম্ভবত ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরা হয় বলে অনুমান বনদপ্তরের। সেগুলিতে চড়া দামে বিক্রি করার চেষ্টা চলছিল বলে খবর৷ বনদপ্তর জানিয়েছে, উদ্ধার করা মাংস গুলি নাথুয়া রেঞ্জে রাখা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনার সংগে জড়িত ব্যক্তিদের খোজ চলছে।
আরও পড়ুন – অত্যাধিক গরমের কারণে আলিপুরদুয়ারের প্রাথমিক বিদ্যালয় গুলি সকালে করার দাবি
কুড়ি কিলো কচ্ছপের মাংস উদ্ধার । শনিবার সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করল বন দপ্তর। এদিন বনদপ্তরের নাথুয়া রেঞ্জ এই অভিয়ান চালায়। তবে মাংস পেল পালিয়ে যান কচ্ছপ হত্যাকারী দুই যুবক। ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায় বনদপ্তর সূত্র।
এই কচ্ছপ গুলি সম্ভবত ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরা হয় বলে অনুমান বনদপ্তরের। সেগুলিতে চড়া দামে বিক্রি করার চেষ্টা চলছিল বলে খবর৷ বনদপ্তর জানিয়েছে, উদ্ধার করা মাংস গুলি নাথুয়া রেঞ্জে রাখা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনার সংগে জড়িত ব্যক্তিদের খোজ চলছে।