বিজেপির রাজ্য সভাপতিকে হোদল কুতকুত, হরলিক্স বয় বললেন জ্যোতিপ্রিয় । জ্যোতিপ্রিয় বলেন, আবার একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছেন, হোদল কুতকুত, হরলিক্স বয় । বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যে হাবড়ায় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক।
পুরসভা নির্বাচনের আগে শেষ রবিবারের প্রচারে সকাল-সকাল হাবড়ায় তৃণমূল প্রার্থীদের জন্য ভোট প্রচারে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক । হাবরা পুরসভার ৩,৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে কোড খোলা গাড়িতে তিনি দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার করলেন প্রচারে ধামসা মাদল আদিবাসী নৃত্য পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ।
এদিনের প্রচারে এসে তিনি জানান তিনি পুরসভা এলাকায় যে ভোটে বিধানসভায় হেরেছিলেন তার থেকে বেশি ভোটে তাদের প্রার্থীরা জয়লাভ করবেন । কয়েকদিন আগে হাবরায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘জেলে যেতে হলে হাত গরম করে যেতে হবে’ এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বিজেপির রাজ্য সভাপতি কে উদ্দেশ্য করে বলেন ‘উনি একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছে ,একটা হোদল কুতকুত, হরলিক্স বয় ও দলীয় কার্যালয়ে ঢুকলে কর্মীরা চেয়ার নিয়ে তাড়া করে’।
আর ও পড়ুন আজ পাঞ্জাব রাজ্যে ভোটগ্রহণ
উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতিকে হোদল কুতকুত, হরলিক্স বয় বললেন জ্যোতিপ্রিয় । জ্যোতিপ্রিয় বলেন, আবার একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছেন, হোদল কুতকুত, হরলিক্স বয় । বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যে হাবড়ায় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। পুরসভা নির্বাচনের আগে শেষ রবিবারের প্রচারে সকাল-সকাল হাবড়ায় তৃণমূল প্রার্থীদের জন্য ভোট প্রচারে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক । হাবরা পুরসভার ৩,৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে কোড খোলা গাড়িতে তিনি দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার করলেন প্রচারে ধামসা মাদল আদিবাসী নৃত্য পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো । এদিনের প্রচারে এসে তিনি জানান তিনি পুরসভা এলাকায় যে ভোটে বিধানসভায় হেরেছিলেন তার থেকে বেশি ভোটে তাদের প্রার্থীরা জয়লাভ করবেন ।
কয়েকদিন আগে হাবরায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘জেলে যেতে হলে হাত গরম করে যেতে হবে’ এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বিজেপির রাজ্য সভাপতি কে উদ্দেশ্য করে বলেন ‘উনি একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছে ,একটা হোদল কুতকুত, হরলিক্স বয় ও দলীয় কার্যালয়ে ঢুকলে কর্মীরা চেয়ার নিয়ে তাড়া করে’।