কুপওয়ারায় সেনার বড় সাফল্য, অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দুই জঙ্গি খতম

কুপওয়ারায় সেনার বড় সাফল্য, অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দুই জঙ্গি খতম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সেনা অভিযানে বড় সাফল্য অর্জন করেছে সুরক্ষা বাহিনী। অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে ‘অপারেশন পিম্পল’-এ দুই জঙ্গিকে খতম করা হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, কিরান সেক্টরে অনুপ্রবেশের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৭ নভেম্বর থেকে অভিযান শুরু করা হয়। শনিবার সকালে এলাকায় সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে তল্লাশি শুরু করলে জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়।

পাল্টা জবাবে সুরক্ষা বাহিনী জঙ্গিদের ঘিরে ফেলে এবং তীব্র গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়। এখনও পর্যন্ত ওই এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে সেনা ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। সেনার তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশ রুখতেই এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, ৫ নভেম্বর জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলাতেও সেনা ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছিল। সেখানেও অনুপ্রবেশ রুখতে সুরক্ষা বাহিনী তৎপর ভূমিকা নেয়। সাম্প্রতিক ঘটনাগুলি থেকে স্পষ্ট, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ দমন করতে সেনা নিরন্তর নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top