কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমা হুমকি, জরুরি অবতরণ মুম্বইয়ে

কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমা হুমকি, জরুরি অবতরণ মুম্বইয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুম্বই – আকাশে আতঙ্কের মেঘ কেটে যাচ্ছে না। কুয়েত থেকে হায়দরাবাদগামী একটি ইন্ডিগো বিমানে বোমা রাখার হুমকি পাওয়ায় তা জরুরি অবতরণ করেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটিতে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। এখনও পর্যন্ত উড়ান সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করা হয়নি।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি হুমকি ইমেলের জেরেই আতঙ্ক তৈরি হয়। ইমেলে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। এরপরই মঙ্গলবার সকাল ৭.৪৫-এ নিরাপদ দূরত্বে অন্য বিমান থেকে পর্যবেক্ষণ করে বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয়। যাত্রীদের ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষ পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছে। বিমানটি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, ১২ নভেম্বরও এমন বোমা-হুমকির মুখে পড়েছিল ইন্ডিগো বিমান। তখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। পরে জানানো হয়, এটি ভুয়ো হুমকি ছিল এবং বিমানটি সম্পূর্ণ নিরাপদ ছিল। একইসঙ্গে চেন্নাই, গোয়া, মুম্বই ও হায়দরাবাদের বিমানবন্দরগুলোতেও একই ধরনের হুমকি পাওয়া গিয়েছিল। ফোনেও রাজধানীর ৩ নম্বর টার্মিনালে বোমা রাখার দাবি করা হয়েছিল। তবে শেষপর্যন্ত কোনও বিপত্তি ঘটেনি এবং হুমকি মিথ্যা প্রমাণিত হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top