কুলগাঁওয়ে জঙ্গি দলের খোঁজ পেয়ে  গুলির লড়াই শুরু !

কুলগাঁওয়ে জঙ্গি দলের খোঁজ পেয়ে  গুলির লড়াই শুরু !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাশ্মীর – কুলগাঁওয়ে চলছে সেনা-জঙ্গি লড়াই। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। এরপরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দেয় সেনা। বুধবার সকালেও যা জারি ছিল। এরই মধ্যে একটি জঙ্গি দলের খোঁজ পায় ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে।সেনা সূত্রে খবর, জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে।জানা গেছে, যে এলাকায় এই গুলির লড়াই চলছে সেখান থেকে পহেলগাঁওয়ের ওই হামলাস্থল ৬০ কিলোমিটার। প্রসঙ্গত, জেলা সদর অনন্তনাগ থেকে কুলগাঁওয়ের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব আবার ২০ কিলোমিটারের কাছাকাছি। সোপিয়ানের দূরত্বও প্রায় একই। অদূরে এলওসির ওপারেই রয়েছে লস্করের কয়েকটি লঞ্চ প্যাড। সেখান থেকে অতীতে বেশ কয়েক বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে।



মঙ্গলবার পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এর হামলায় অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। ঘটনাস্থল থেকে কুলগাঁওয়ের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। সেনার প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের এই হামলা চালিয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top