নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান ,৬ই সেপ্টেম্বর :কুলটির সবনপুর প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিসিট করলেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক খুরশিদ আলি কাদরি। এদিন তিনি হঠাত ওই স্কুলে যান। স্কুলের পরিবেশ, মিড ডে মিলের রান্নার পদ্ধতি, ছাত্রছাত্রীদের পঠনপান নিয়ে খুব খুশি হন তিনি। এর আগে ওই বিদ্যালয় স্যানিটেশনে পুরস্কার পেয়েছিল। স্কুলের পরিদর্শন করে খাতায় ভেরি গুড লিখে যান এডিএম খুরশিদ আলি কাদরি। তিনি নিজেও বলেন খুব ভালো ভাবেই চলছে স্কুল। জেলাশাসকের নির্দেশেই এই স্কুলে ভিসিট চলছে। স্কুলের প্রধানশিক্ষকও জানান, সারপ্রাইজ ভিসিট ছিল। কিন্তু আমাদের স্কুল দেখে খুব খুশি হয়েছেন এডিএম সাহেব।
কুলটির সবনপুর প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিসিট করলেন অতিরিক্ত জেলাশাসক
কুলটির সবনপুর প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিসিট করলেন অতিরিক্ত জেলাশাসক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram