দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, আইন অনুযায়ী বাধ্যতামূলক ২০০২ সালের এসআইআর ভোটার তালিকার পরিবর্তে ইচ্ছাকৃত বা ভুলক্রমে ২০০৩ সালের পুরনো নির্বাচনী রোল ব্যবহার করা হচ্ছে। এই ঘটনাকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার পরিপন্থী বলে অভিযোগ করেছে শাসকদল।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কুলপি এলাকার একাধিক বুথে ২০০৩ সালের তালিকাকে ভিত্তি করে ভোটার ম্যাপিং চলছে। সোমবার এই অভিযোগ প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বৈধ ২০০২ সালের ভোটার তালিকা হঠাৎ ‘অদৃশ্য’। নির্বাচন কমিশন ১৯৫০ সাল থেকে ভোটার তালিকা সংরক্ষণের দায়িত্বে, তাহলে বৈধ তালিকাটি কোথায় গেল—এই প্রশ্ন তুলেছে তৃণমূল। পাশাপাশি একই বিধানসভায় কোথাও ২০০২ সালের রোল, কোথাও ২০০৩ সালের রোল ব্যবহারকে তীব্র অনিয়ম বলে দাবি করা হয়েছে।
তৃণমূলের দাবি, ২০০৩ সালের তালিকা যেহেতু Non-SIR, তাই তাতে ভুল থাকার সম্ভাবনা অনেক বেশি। তবুও সেটাকেই ভিত্তি করে ভোটার সংশোধনের কাজ চলছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে। দলটির অভিযোগ, কমিশনের এই সিদ্ধান্ত বিপজ্জনক নজির তৈরি করছে—ভবিষ্যতে এতে ভোটার বঞ্চনা ও নির্বাচনী কারচুপির সুযোগ তৈরি হতে পারে।
তৃণমূলের আরও অভিযোগ, কমিশনের এই সিদ্ধান্তে কোনও রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সঙ্গে পূর্ব পরামর্শ করা হয়নি, যা স্বচ্ছতার পরিপন্থী। চিঠিতে কমিশনের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং পুরো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
সূত্রের খবর, এই ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে।




















