নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,২০ জুন:-▪ কুলপি গ্রামীণ হাসপাতাল সরকারি কর্মী সহ ব্যবসায়ী করোনা পজেটিভ, হাসপাতাল বন্ধ, বন্ধ বাজার।কুলপি গ্রামীণ হাসপাতালে সরকারি কর্মচারী বন কুমার হালদার ও কুলপি বাজার ব্যবসায়ী সমিতির সদস্য অর্পণ বৈদ্য করোনা পজেটিভ শুক্রবার রাতে রিপোর্ট আসায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে l রাতেই কুলপি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুজনকে কলকাতাতে করেনটিন সেন্টারে পাঠিয়েছে l সূত্রের খবর, কুলপি গ্রামীণ হাসপাতালে সরকারি কর্মচারীর সাথে ছিলেন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পলাশ হালদার l তাকেও করেনটিন রাখা হয়েছে l ওই সরকারি কর্মচারী আরো যেখানে যেখানে গিয়েছিলেন সেগুলো বিশেষ নজর রাখার জন্য পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর নজরদারি শুরু করেছে l কুলপি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে পূর্নেন্দু হালদার ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ই জুলাই পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন l ফলে স্থানীয় বাসিন্দাদের চরম সমস্যার মধ্যেও পড়তে হবে l পাশাপাশি চাপ বাড়বে করঞ্জলি, নিশ্চিন্তপুর, শ্যামবসুরচক বাজার ও হাট গুলিতে। কুলপি স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, যে দুজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে l তাদের পরিবারের প্রতি স্বাস্থ্য দপ্তর নজরদারি চালাবে।
কুলপি গ্রামীণ হাসপাতাল সরকারি কর্মী সহ ব্যবসায়ী করোনা পজেটিভ, হাসপাতাল বন্ধ, বন্ধ বাজার
কুলপি গ্রামীণ হাসপাতাল সরকারি কর্মী সহ ব্যবসায়ী করোনা পজেটিভ, হাসপাতাল বন্ধ, বন্ধ বাজার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram