উত্তপ্ত খড়দহ কুলিনপারা এলাকা, আশঙ্কাজনক ১,আহত ৪

উত্তপ্ত খড়দহ কুলিনপারা এলাকা, আশঙ্কাজনক ১,আহত ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত খড়দহ কুলিনপারা এলাকা, আশঙ্কাজনক ১,আহত ৪, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ দীর্ঘদিন ধরে খরদহ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড খড়দহ কুলিনপারা এলাকার দখলদারি কে কেন্দ্র করে প্রতিনিয়ত গন্ডগোল লেগেই থাকত,আর আজ সেই গন্ডগোল সংঘর্ষে পরিণত হল,খড়দহ কুলিনপারা এলাকায় গভীর রাতে টাকা সম্পর্ক বিষয়ে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, তারপর সেই বচসা সংঘর্ষে পরিণত হয়,সংঘর্ষের ঘটনায় 5 জন আহত হয়েছে,তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে,

 

ঘটনার সূত্রপাত টাকা সংক্রান্ত বিষয়ে,আর সেই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত বেশকিছু দুষ্কৃতী নিয়ে এসে হামলার অভিযোগ এলাকার এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে, হামলার পর থেকে কুলিনপারা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে, দুষ্কৃতীরা লাঠি, বাশ, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ, যারা আহত হয়েছেন তাদের পরিবারের লোকজন খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন,ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ, পানিহাটির পর খড়দহ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত এবং এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন,ঘটনার পরে 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বরাজ দাস কোন কিছু বলতে চাননি এই ঘটনায়

আরও পড়ুন – পঞ্চায়েতের প্রাক্তন ঠিকাদারের নামে আইসিডিএসের টিউবওয়েল চুরির অভিযোগে লিফলেট লাগানোকে ঘিরে তীব্র চাঞ্চল্য!

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খরদহ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড খড়দহ কুলিনপারা এলাকার দখলদারি কে কেন্দ্র করে প্রতিনিয়ত গন্ডগোল লেগেই থাকত,আর আজ সেই গন্ডগোল সংঘর্ষে পরিণত হল,খড়দহ কুলিনপারা এলাকায় গভীর রাতে টাকা সম্পর্ক বিষয়ে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, তারপর সেই বচসা সংঘর্ষে পরিণত হয়,সংঘর্ষের ঘটনায় 5 জন আহত হয়েছে,তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, ঘটনার সূত্রপাত টাকা সংক্রান্ত বিষয়ে,

 

আর সেই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত বেশকিছু দুষ্কৃতী নিয়ে এসে হামলার অভিযোগ এলাকার এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে, হামলার পর থেকে কুলিনপারা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে, দুষ্কৃতীরা লাঠি, বাশ, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ, যারা আহত হয়েছেন তাদের পরিবারের লোকজন খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন,ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ, পানিহাটির পর খড়দহ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত এবং এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন,ঘটনার পরে 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বরাজ দাস কোন কিছু বলতে চাননি এই ঘটনায়

RECOMMENDED FOR YOU.....