কুষ্ঠ রোগীদের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্য সরকার মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রোমাটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমনের নাম কুষ্ঠ। একটা সময় কুষ্ঠ রোগকে পূর্বজন্মের অভিশাপ হিসেবে ধরা হতো গ্রাম বাংলায়। সময় পাল্টেছে, বেড়েছে বিজ্ঞান সচেতনতা।
সময়মত সুচিকিৎসার মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব। সমাজ থেকে কুষ্ঠ রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রথম থেকেই উদ্যোগী রাজ্য সরকার। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যন্ত এলাকায় কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে জোর কদমে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও কুষ্ঠ রোগীদের পাশে দাঁড়াতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রশিদপুর গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে কুষ্ঠ রোগীদের চিকিৎসার পরামর্শ, এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এবং কুষ্ঠ রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। জানা গেছে আগামী সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত এলাকার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা কুষ্ঠ রোগের লক্ষণ রয়েছে কিনা এমন ব্যক্তি সনাক্ত করবেন।
জেলার বংশীহারী ব্লকের ১ লক্ষ ৫১ হাজার ৮৮২ জন মানুষের মাঝে কুষ্ঠ রোগ নিয়ে সার্ভে করা হবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। ব্লকের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য কর্মীদের ১২৪টি টিম এই কুষ্ঠ রোগের সার্ভে তে অংশগ্রহণ করবেন। বংশীহারী ব্লকের পর আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য ব্লকেও কুষ্ঠ রোগ নির্মূল করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের সার্ভে করা হবে বলে জানা গেছে।