নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২২ মার্চ, করোনা সংক্রমণ যাতে কোনোভাবেই ভারতবর্ষে বাড়তে না পারে সে কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাথে রবিবার জারি হয়েছে জনকার্ফু। বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিলি করা হচ্ছে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার। সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে জায়গায় জায়গায় লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন বিলি করা হচ্ছে লিফলেট, গ্রাম থেকে শহর সর্বত্র সমান প্রচেষ্টা সরকারের। যাতে সমস্ত জায়গার মানুষ সচেতন হতে পারে।
কিন্তু রবিবার ঠিক উল্টো চিত্র দেখা গেল বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামে। রবিবার সকালবেলা বীরভূমের জামল গ্রামে দেখা গেল ছাই গঙ্গাজল মাখিয়ে তিলক দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষকে।তাদের বক্তব্য শনিবার রাত্রিতে তুলসী মন্দিরের পাশে থেকে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছাই পাওয়া গেছে। সেই ছাই নাকি ভগবান পাঠিয়েছে করোনাভাইরাসকে মারার জন্য। আর সে কারণেই সেই ছাই তিলক হিসেবে ব্যবহার করছেন তারা। আর এই ছাই মাখতে গিয়ে জমায়েত হচ্ছেন বহু মানুষ। এতে বাড়তে পারে আরও সংক্রমণ, কিন্তু সেই সচেতনতার অভাবেই নিজের বিপদ নিজেই ডাকছেন গ্রামবাসীরা। যদিও সমস্ত মানুষ এই কুসংস্কারে আচ্ছন্ন নয় কেউ কেউ বলছেন এটা গুজব। সতর্ক হয়ে রয়েছেন তারা।