কুসংস্কারে বলি ,সাপে কাটা রোগীকে নিয়ে যাওয়া হল ওঝাবাড়ী, বনগাঁ:সকালে বাগানে কলার মোচা কাটতে গিয়ে ছিল বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকার গৃহবধ সুষমা রায়। পায়ে কোন কিছুতে কামড় দেওয়ায় চিৎকার করতে থাকেন। পরিবারের লোকেরা তাকে পাশের গ্রামের ওঝা বাড়িতে নিয়ে যায়। ওষুধ খেয়ে বাড়িতে ফিরে মহিলার মৃত্যু হয়েছে। মৃতবধূর মায়ের বক্তব্য, তাকে সাপে কেটেছে।
বোঝাবাড়ি নিয়ে গেলে তাকে চিকিৎসা করে বলেন প্রয়োজনে হাসপাতালে নিতে পারেন৷ কিন্তু বাড়িতে আনার পর তার মৃত্যু হয়েছে। পায়ের সাপে কামড়ে দাগ রয়েছে। ওঝা মধু বাবু জানিয়েছেন” ওকে জলঢোরা সাপে কামড়ে ছিল। কোন বিষ নেই। ওষুধপত্র দিয়েছিলাম। বলেছিলাম যদি মনেহয় হাসপাতালে যেতে পারেন৷ ওনার শরীরে অন্য অন্য সমস্যা ছিল তাই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন – দেড় লাখ টাকা ধার নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলার অভিযোগ
উল্লেখ্য, কুসংস্কারে বলি ,সাপে কাটা রোগীকে নিয়ে যাওয়া হল ওঝাবাড়ী, বনগাঁ:সকালে বাগানে কলার মোচা কাটতে গিয়ে ছিল বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকার গৃহবধ সুষমা রায়। পায়ে কোন কিছুতে কামড় দেওয়ায় চিৎকার করতে থাকেন। পরিবারের লোকেরা তাকে পাশের গ্রামের ওঝা বাড়িতে নিয়ে যায়। ওষুধ খেয়ে বাড়িতে ফিরে মহিলার মৃত্যু হয়েছে। মৃতবধূর মায়ের বক্তব্য, তাকে সাপে কেটেছে।
বোঝাবাড়ি নিয়ে গেলে তাকে চিকিৎসা করে বলেন প্রয়োজনে হাসপাতালে নিতে পারেন৷ কিন্তু বাড়িতে আনার পর তার মৃত্যু হয়েছে। পায়ের সাপে কামড়ে দাগ রয়েছে। ওঝা মধু বাবু জানিয়েছেন” ওকে জলঢোরা সাপে কামড়ে ছিল। কোন বিষ নেই। ওষুধপত্র দিয়েছিলাম। বলেছিলাম যদি মনেহয় হাসপাতালে যেতে পারেন৷ ওনার শরীরে অন্য অন্য সমস্যা ছিল তাই মৃত্যু হয়েছে।