‘কুৎসিতভাবে হেরেছেন, উনি লজ্জায় আসছেন না,’ কুনাল ঘোষ

‘কুৎসিতভাবে হেরেছেন, উনি লজ্জায় আসছেন না,’ কুনাল ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘কুৎসিতভাবে হেরেছেন, উনি লজ্জায় আসছেন না,’ কুনাল ঘোষ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর না আসাকে নিয়ে এবার কটাক্ষের সুর কুনাল ঘোষের মুখে। আগামী ২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে এবার বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। সোমবার রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনের আমন্ত্রণপত্র বণ্টনের কাজ শুরু হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম থাকলেও নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।

 

দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে এ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি উপস্থিত থাকতে পারবেন না। এরপরই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তীব্র কটাক্ষের সুরে কুনাল বলেন, ”কুৎসিতভাবে হেরেছেন, উনি লজ্জায় আসছেন না।

আর ও পড়ুন    তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা

বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলকে যেভাবে উক্ত্যক্ত করা হয়েছে, বিভিন্ন এজেন্সির অপব্যবহার করেছে, বিশেষ করে আসানসোলে যেভাবে হেরেছেন, তিনলাখি ভোটে হার, লজ্জায় কোন মুখে আসবেন! মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। অমিত শাহেরও তো না কি আসার কথা ছিল, তিনিও তো বাতিল করেছেন।” প্রসঙ্গত, বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনেও তৃণমূল জয় হাসিল করেছে। সেখানে দূর দুরেও জায়গা করে নিতে পারেনি গেরুয়া শিবির। আসানসোলে এই প্ৰথমবার রেকর্ড ব্যবধানে জয় হাসিল করে ঘাসফুল শিবির। তাই এই প্রসঙ্গে কুনাল ঘোষের বক্তব্য যে বেশ বড় রকমের প্রাধান্য রাখছে সে কথা বোঝাই বাহুল্য।

 

উল্লেখ্য, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর না আসাকে নিয়ে এবার কটাক্ষের সুর কুনাল ঘোষের মুখে। আগামী ২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে এবার বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। সোমবার রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনের আমন্ত্রণপত্র বণ্টনের কাজ শুরু হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম থাকলেও নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top