কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী। ১২ই সেপ্টেম্বর, সোমবার, গত কুড়ি দিন থেকে , নিখোঁজ ব্যবসায়ী- ঘটনাটি জলপাইগুড়ি কতোয়ালি থানার অধীন ৭৩ মোড় সংলগ্ন এলাকার, নিখোঁজ ব্যাক্তির নাম পূর্ণেন্দু শেখর সাহা, নিখোঁজ ছেলের বাবা,
জানান গত ২৩ শে অগাস্ট ছেলে ব্যাবসার সামগ্রী আনতে বাসে করে শিলিগুড়ি যায়, তার পর থেকেই আর কোনো খোঁজ নেই,২৪ শে অগাস্ট এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানায় লিখিত ভাবে সব জানানো হয়, কিন্তু আজ কুড়ি দিন পরেও ছেলের কোনো খোঁজ না পেয়ে আমরা বড় অসহায় অবস্থার মধ্যে রয়েছি।
অপরদিকে নিখোঁজ পূর্ণেন্দু শেখর সাহার স্ত্রী অর্পিতা সাহা, জানান, এত দিন হয়ে গেলো আমার স্বামীর কোনো খোঁজ নেই, শেষ বার শিলিগুড়ি গিয়েছিলো, পুলিশের কাছে গিয়েও স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছি না , বলে জানান নিখোঁজ ব্যবসায়ীর, স্ত্রী , অর্পিতা সাহা।
আরও পড়ুন – ভিডিও কলে নগ্ন মহিলার ভিডিও দেখিয়ে টাকা দাবি করার অভিযোগ
উল্লেখ্য, ১২ই সেপ্টেম্বর, সোমবার, গত কুড়ি দিন থেকে , নিখোঁজ ব্যবসায়ী- ঘটনাটি জলপাইগুড়ি কতোয়ালি থানার অধীন ৭৩ মোড় সংলগ্ন এলাকার, নিখোঁজ ব্যাক্তির নাম পূর্ণেন্দু শেখর সাহা, নিখোঁজ ছেলের বাবা,জানান গত ২৩ শে অগাস্ট ছেলে ব্যাবসার সামগ্রী আনতে বাসে করে শিলিগুড়ি যায়, তার পর থেকেই আর কোনো খোঁজ নেই,২৪ শে অগাস্ট এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানায় লিখিত ভাবে সব জানানো হয়, কিন্তু আজ কুড়ি দিন পরেও ছেলের কোনো খোঁজ না পেয়ে আমরা বড় অসহায় অবস্থার মধ্যে রয়েছি।
অপরদিকে নিখোঁজ পূর্ণেন্দু শেখর সাহার স্ত্রী অর্পিতা সাহা, জানান, এত দিন হয়ে গেলো আমার স্বামীর কোনো খোঁজ নেই, শেষ বার শিলিগুড়ি গিয়েছিলো, পুলিশের কাছে গিয়েও স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছি না , বলে জানান নিখোঁজ ব্যবসায়ীর, স্ত্রী , অর্পিতা সাহা।