
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১১ জানুয়ারি, কুয়েতে চাকরি করতে গিয়ে চরম সমস্যায় বাঙালি দম্পতি। আসানসোলের মহিশিলার বাসিন্দা দম্পতি সুর্যসারথী বাগ ও মহাশ্বেতা বাগ বর্তমানে কুয়েতে অসহায় অবস্থায় রয়েছে। কুয়েতের হোটেলে চাকুরি করা সুর্যসারথীর সঙ্গে তার বর্তমান কোম্পানির মনোমালিন্য হওয়ায় এবং তারা ওই পরিবেশে নিরাপত্তার অভাব বোধ করায় চাকুরি ছেড়ে দেওয়ার কথা জানায়।
অভিযোগ, এরপরেই সুর্যসারথী ও স্ত্রীর পাসপোর্ট আটকে দেয় ওই কোম্পানি এবং বাসস্থান কেড়ে নেওয়া হয়। প্রায় পথে এসে বসেছে দুজনে। ভারতীয় রাষ্ট্রদুতে যোগাযোগ করলেও তেমন ফল মেলেনি। আসানসোলের মহিশীলায় উদ্বিগ্ন সুর্যসারথীর মা ও বাবা। তারা সরকারের কাছে প্রার্থনা করছেন দেশে ফিরিয়ে আনা হোক তার পুত্র ও পুত্রবধুকে।



















