ফিরে দেখা এক বছরের কৃষক লড়াই

ফিরে দেখা এক বছরের কৃষক লড়াই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কৃষক

ফিরে দেখা এক বছরের কৃষক লড়াই। লোকসভায় অবশেষে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। সংসদে বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যে লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। তবে এদিন কৃষি আইন প্রত্যাহার করে মোদী আক্ষেপ করে বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। ’’ সংসদে শীতকালীন অধিবেশন শুরু হল আজ, সোমবার। ২৫ দিন চলবে অধিবেশন। ৩০টি বিল পাশ হওয়ার কথা। সবথেকে উল্লেখযোগ্য তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল।

 

অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল সেই প্রত্যাহার বিল। বিরোধীদের আলোচনার দাবিও খারিজ করে দিয়েছে মোদি সরকার। এর পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিল। দীর্ঘ সমস্যা ও কৃষকদের দৃঢ় লড়াইয়ের পর অবশেষে এই তিন কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র৷ এক বছর ধরে কেন্দ্রের আনা আইনের বিরুদ্ধে এই লড়াই চালাচ্ছিলেন কৃষকরা। শুক্রবার গুরুনানকের জন্মদিনে আইন প্রত্যাহারের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

 

এক বছর আগে যখন তিন কৃষি আইনের কথা ঘোষণা করেছিল কেন্দ্র, তারপর প্রজাতন্ত্র দিবসে ট্র‍্যাক্টর চালিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কৃষক৷ যা পরবর্তীতে বিক্ষোভের রূপ নিয়েছিল। অশান্ত হয়েছিল রাজধানী। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করলেও। কয়েকজন কৃষক পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধ্বস্তাধস্তি, মারপিট৷ অশান্তির আবহ শুরু হয় তখনই। এরপরই দিল্লি পুলিশের লাঠিচার্য শুরু হয়। শুরু হয় জলকামান দাগা। যদিও ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে অশান্তি।

 

আর ও পড়ুন   স্কুল রুমের মধ্যে সিগারেট মুখে ছাত্র-ছাত্রীদের উদ্দাম নাচের ঝড়

 

এর মধ্যে কৃষকদের একাংশ যায় লালকেল্লায়। সেখানে জাতীয় পতাকার পাশে কিষাণ মোর্চার পতাকা উত্তোলন করা হয়েছিল। তবে শুধু দিল্লি নয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এমনকী পশ্চিমবঙ্গেও কৃষক আন্দোলন মারাত্মকরূপ নেয়। এই ইস্যুকে সঙ্গে করে বিরোধীরাও কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের বিরোধিতা শুরু করে৷ এরপর আসে লখিমপুরের ঘটনা। উত্তরপ্রদেশে কৃষি আইনের প্রতিবাদে একজোট হয়েছিলেন কৃষকরা৷ সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীপুত্রের গাড়ির ধাক্কায় নিহত হন ৪ কৃষক৷ যা নিয়ে উত্তাল হয়েছিল দেশ। এছাড়াও সিংঘু সীমান্তে দলিত কৃষকের ওপর হামলার ঘটনাও এই আন্দোলনেরই আরেক অংশ। দলিত কৃষকের ওপর নৃশংস অত্যাচারে উত্তাল হয় সীমান্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top