নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০বীরভূম: সকাল থেকে বীরভূমের সিউড়িতে কৃষকদের ডাকা ধর্মঘটে সেভাবে প্রভাব নেই। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে সিউড়ি শহরে, খোলা রয়েছে বিভিন্ন দোকানপাট। প্রত্যেক দিনের মতোই কাজে বেরিয়েছে সাধারন মানুষ।

রাস্তায় অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে রয়েছে বিভিন্ন মানুষ।অপরদিকে অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে সেই কথাকে মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে বেসরকারি বাস পরিবহন। বেসরকারি বাস বন্ধ থাকলেও চলাচল করছে সরকারি বাস। সকাল থেকেই বিভিন্ন রুটের বাস চলাচল করছে অন্যান্য দিনের মতোই। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হয়েছে শহরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এক কথায় বলা যায় বীরভূমের সিউড়ি শহরে কৃষক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে সেভাবে প্রভাব নেই বীরভূমের সিউড়িতে