নিজস্ব সংবাদদাতা ২৪জানুয়ারি ২০২১ বীরভূম: দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে গতকাল সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম জয় ধ্বনি ওঠায় তারও প্রতিবাদ জানায় লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস।
এছাড়াও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যে বার্তা কর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন খেলা হবে ময়দানে সেই বার্তা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে তৎপর তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাইক রেলি শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা কে জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়। এই বাইক রেলিটা লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার আমুরি গ্রামের পটল বাজার থেকে শুরু হয়ে গোটা পঞ্চায়েত এলাকা গ্রামগুলো ঘুরে জোপলায় স্কুল মোড়ে শেষ হবে। এই বাইক রেলিতে ছিলেন বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদি, তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ, পিনাকী চক্রবর্তী, কাসেমুল হক সহ আরোও অনেকে।
আরও পড়ুন…ট্রাক মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু নার্সের, কুয়াশার জেরে দুর্ঘটনা দাবি পুলিশের