নদিয়া – নদিয়ার কৃষ্ণগঞ্জে পাটখেত থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাটি ঘটে গেদে রাজ্য সড়কের পাশে টুঙ্গি রেল গেট সংলগ্ন এলাকায়। দেহে একাধিক ছুরির আঘাত রয়েছে।
মৃতদেহের পাশে একটি মোবাইল ও একটি ব্যাগও পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সীমান্তে দুষ্কৃতী কার্যকলাপ বাড়ছে।
পুলিশ তদন্ত শুরু করেছে, মৃতার পরিচয় এখনও অজানা।
