কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রবল উৎসাহ

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রবল উৎসাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বুড়িমা

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রবল উৎসাহ।চন্দননগরের পরেরদিন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বৃহস্পতিবার কৃষ্ণনগর শহরের নুরি পাড়া বারোয়ারী জগদ্ধাত্রী পূজার সূচনা হলো। এই পুজোর বৈশিষ্ট্য যথেষ্ট এবং স্বাস্থ্যবিধি মেনে বারোয়ারি পুজো কমিটির উদ্যোক্তারা দুর্গাপুজোর মত চার দিন ধরে এই পুজো অনুষ্ঠিত করবে। এদিন ছিল ষষ্ঠী।

 

ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের জন্য জগদ্ধাত্রী পুজো দেখার ব্যবস্থা করেছেন কর্মকর্তারা। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুজো বহু প্রাচীন এবং তার আশেপাশের এলাকায় একাধিক জগধাত্রী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এরমধ্যে উল্লেখযোগ্য চকের পাড়া তাতিপাড়া হাটখোলাপাড়া বালোকে কেশরী এবং চাষা পাড়ার বুড়ি মা জগদ্ধাত্রী পুজোর বৈশিষ্ট্য যথেষ্ট রয়েছে।

 

চাচা পড়ার বুড়িমা পুজোর প্রতিমায় রয়েছে একাধিক অলংকার। সোনা এবং রুপোর গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় প্রতিমা কে। পুজো দেখতে বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন একাধিক লোকজন এবং দর্শকদের উপস্থিতিতে পুজো অনুষ্ঠিত হয় এবং পুলিশি নিরাপত্তা থাকে যথেষ্ট। তবে এ বছর জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা করার অনুমতি দেয়া হয়নি কারণ করোন পরিস্থিতি।

 

জানা গিয়েছে কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়ি পুজো সংখ্যা ৫০টি, অনুমোদিত পুজো সংখ্যা ১৩০টি, অনুমতি না নিয়ে এলাকায় পুজো সংখ্যা দেড় শতাধিক।বৃহস্পতিবার থেকেই কৃষ্ণনগর শহরের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। কোথাও বড় প্রতিমা কোথাও ছোট প্রতিমা সাজানো হয়েছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো পুজো মণ্ডপ। নতুন নতুন সিমের বৈচিত্রে এবার জগদ্ধাত্রী পুজো জমে উঠেছে তবে শহরের আদি পুজো গুলিকে এবার স্বল্প বাজেটে হরেক সিমে টাকা দিয়েছে ঘূর্ণির পুজো বুড়ি মা ছোটমা সেজো মা এবার ও ঐতিহ্য আর জৌলুশে ভরা পুজোর সংখ্যা যথেষ্ট।

 

আর ও পড়ুন    ছাদের উপর পুকুর বানিয়ে চললো ছট পুজো

 

জগদ্ধাত্রী পুজোর পীঠস্থান কৃষ্ণনগর সেইজন্য রেখে প্রতিবারই কৃষ্ণনগর শহরের পুজো উদ্যোক্তারা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন দর্শনার্থীদের। তবে করোন পরিস্থিতির কারণে অনেক কিছু মেনে চলতে হচ্ছে থিমের জোয়ার কম থাকলেও একাধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে শহরে।রয়েছে বউবাজারের বারোয়ারি জগদ্ধাত্রী প্রতিমা। রুপো এবং সোনার গহনা দিয়ে ভরিয়ে তোলা হয়।

 

এছাড়া রয়েছে গোলাপ পট্টি বারোয়ারি শক্তিনগর পাঁচমাথা মোড় বারোয়ারি রায়পাড়া মালিপাড়া বারোয়ারি পাত্র বাজার বারোয়ারি ষষ্ঠী তলা বাড়ি রাধানগর অন্নপূর্ণা বাড়ি বাগাডাঙ্গা বারোয়ারি পুজো কমিটি এবং রামনগরের ক্লাব রাজার ষষ্ঠীতলা বারোয়ারি প্রীতি সম্মিলনী পূজো রেনবো ক্লাব কলেজস্ট্রিট বারোয়ারি পুজো কমিটি বুনিয়াদি ঘরামি পাড়া বারোয়ারী পুজো দেখতে দর্শকদের ভিড় জমে। এছাড়াও রয়েছে থিম নিয়ে হাজির মালোপাড়া বারোয়ারি, অনন্যা ক্লাব, উকিলপাড়া, কাঁঠালপাতা বাগদী পাড়া,রায় পাড়া নুড়িপাড়া, আমিনবাজার, চকের পাড়া, হাতারপাড়া,শক্তিনগর ,সেগুনবাগান, নেদের পাড়া পূজা কমিটি ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনায় জমে উঠেছে পুজো উদ্যোক্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top