নদিয়া – কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনের ঘটনায় আজ পুলিশ অভিযুক্ত দেশরাজকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে। তদন্তকারীরা নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে দেখেন, দেশরাজ কীভাবে বাড়িতে ঢুকেছিল এবং কীভাবে সরাসরি উপরের ঘরে গিয়ে ছাত্রীকে গুলি করে খুন করেছিল।
এছাড়াও সোমবার দুপুরে দেশরাজকে নিয়ে কাঁচড়াপাড়ার ভাড়াবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে একটি ল্যাপটপ ও পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে খুনের ঘটনার কোনও তথ্য মিলতে পারে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের সূত্রে জানা গেছে, দেশরাজ কোথায় বসে এবং কীভাবে খুনের ছক তৈরি করেছিল, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি অস্ত্র কোথা থেকে এসেছে এবং এই হত্যাকাণ্ডে অন্য কেউ সহযোগিতা করেছে কিনা, সেটিও তদন্তের আওতায়।
ঘটনার পর দেশরাজকে পালাতে ও গা ঢাকা দিতে সহায়তা করায় তার মামা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের আগে আগ্নেয়াস্ত্র কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত ছিল কিনা, তা নিয়েও বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।




















