নদিয়া – কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জনের সময় ঘটে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার রাতে বিসর্জন চলাকালীন ভিড় সামলাতে গিয়ে পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে। এই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখে শোনা যায় অশ্রাব্য গালিগালাজ। ঘটনার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই উত্তেজনা ছড়ায় জেলা জুড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিসর্জন মিছিলের ভিড় নিয়ন্ত্রণে রাখতে গিয়ে পুলিশ লাঠি চালাচ্ছে, আর সেই সঙ্গে আইসির গালিগালাজে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, পুজোর আনন্দঘন পরিবেশে পুলিশের এমন আচরণ কতটা ন্যায্য?
ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “কৃষ্ণনগরে পুলিশের ভূমিকা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন। এই আচরণে জনগণের অনুভূতিতে আঘাত লেগেছে।” পাশাপাশি তিনি কৃষ্ণনগরের আইসি অমলেন্দু বিশ্বাস ও জেলার পুলিশ সুপার অমরনাথ কে-কে তীব্র কটাক্ষ করেন।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের এই রূঢ় আচরণ রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি প্রকাশ করছে। যদিও ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।




















