কৃষ্ণনগরে জনসভায় তৃণমূলকে আক্রমন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ

কৃষ্ণনগরে জনসভায় তৃণমূলকে আক্রমন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কৃষ্ণনগর, ২২ শে এপ্রিল :বিকাশের ধরা অব্যাহত রাখতে ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে যেমন বদলাতে হয়,তেমন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে।তবে সেই ট্রান্সফরমার সরানোর চেষ্টা করবেন না,সেই ট্রান্সফরমার কে পোল সমেত তুলে ফেলে দিন।সোমবার নদীয়ার কৃষ্ণনগরে ভোট প্রচারে এসে তৃণমূলকে এই ভাবেই আক্রমন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।এদিন তৃণমূল কে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন,TMC এর নতুন মনে টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানী।তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন MMM মা মাটি মানুষ,কিন্তু এখন সেটা বদলে হয়েছে GGG ঘুষপেঠ গুন্ডারাজ ঘুষখোরী।এদিন NRC নিয়েও তৃণমূল এর বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ।তিনি বলেন সব ধর্মের যে সব মানুষ শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব বিল আনার কাজ বিজেপি করতে গিয়েছিল।কিন্তু সেই কাজ করতে দেয়নি তৃণমূল।যারা বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী তাদের যদি চিহ্নিত করার কাজ হয়,তাতে শরণার্থীদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।তাই আগে নাগরিকত্ব বিল আসবে,তার পর NRC এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের বেছে বেছে ভারত থেকে বেরকরা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top