নদীয়া – নদীয়ার কৃষ্ণনগরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ। এদিন নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে চায়ে পে চর্চায় উপস্থিত থেকে রাজ্যের সরকার ও মুখ্যমন্ত্রী সহ তৃনমুল কংগ্রেস কে কটাক্ষ করতে ছাড়েন নি।
পোস্টারের রাজনীতি বিজেপি করে না। কারও যদি করোও উপর অসুবিধা থাকে তার অথরিটি আছে সে কমপ্লেন করতে পারে। দলের নির্দিষ্ট কমিটি আছে তারা বিবেচনা করে দেখবে রাজ্যের নেতারা রয়েছেন তারা বিষয়টি বুঝবেন। অনুপম ভট্টাচার্য প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। অপরদিকে গোষ্ঠী কোন্দল কিনা প্রশ্ন করতেই দিলীপ ঘোষ জানান কারো সঙ্গে কারো রাগারাগি হতেই পারে দলে থাকতে গেলে হবেই সে ক্ষেত্রে আমাদের দলে গোলাগুলি চলেনা। এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করে দিলিপের মন্তব্য পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে যে গুন্ডারাজ, মাফিয়া রাজ, কাটমানি, সিন্ডিকেট চলছে তার দায়িত্ব কে নেবে। এসব থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে পালিয়েছেন।
