কৃষ্ণনগর পুরসভার ২৪ জন কাউন্সিলরকে শোকজ, পরিষেবা বন্ধের অভিযোগে কড়া পদক্ষেপ রাজ্যের

কৃষ্ণনগর পুরসভার ২৪ জন কাউন্সিলরকে শোকজ, পরিষেবা বন্ধের অভিযোগে কড়া পদক্ষেপ রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নদিয়া – কৃষ্ণনগর পুরসভায় দীর্ঘদিন ধরেই পরিষেবা কার্যত বন্ধ থাকায় এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে পুরসভার মোট ২৪ জন কাউন্সিলরকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট কাউন্সিলরদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা, নিকাশি ব্যবস্থা কিংবা পানীয় জলের মতো মৌলিক পরিষেবার কাজ বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। এরই মধ্যে পুরসভার অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও পরিস্থিতি জটিল করে তুলেছে। জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূলের ১৩ জন কাউন্সিলর চেয়ারপার্সন রীতা দাসের অপসারণের দাবিতে তলবি সভা ডাকেন। সেই সভায় কংগ্রেসের এক কাউন্সিলর ও একজন নির্দলও অনাস্থায় সায় দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ অংশ চেয়ারপার্সনকে অপসারণের পক্ষে মত দেন।

বিষয়টি জেলা শাসক ও মহকুমাশাসকের মাধ্যমে রাজ্যের পুর দফতরে পৌঁছায়। এর পরেই সব কাউন্সিলরের উদ্দেশে শোকজ নোটিস জারি করা হয়েছে। নোটিসে প্রশ্ন তোলা হয়েছে, কেন পরিষেবা বন্ধ হয়ে আছে এবং কারা এর জন্য দায়ী।

ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই সাধারণ মানুষের দুর্ভোগ কি বাড়ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top